পাকিস্তানকে ৩১৯ রানের চ্যালেঞ্জ ভারতের
বৃষ্টির কারণে কয়েক বার মাঠ ছেড়ে বাইরে যেতে হয়েছে ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের। কিছুটা হলেও হতাশ হয়েছে ক্রিকেটপ্রেমীরা। তবে বৃষ্টিবিঘ্নিত ম্যাচেও ব্যাট-বলের জমজমাট লড়াই উপহার দিচ্ছেন চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের ক্রিকেটাররা। টস হেরে ব্যাটিংয়ে নেমে শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, যুবরাজ সিংয়ের দারুণ ব্যাটিংয়ে ৩১৯ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত।
ভারত-পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচে বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল দুই দফায়। ফলে ম্যাচের দৈর্ঘ্যও কমিয়ে আনতে হয়েছে ৪৮ ওভারে।
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। কিন্তু এই সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করতে পারছিলেন না পাকিস্তানের বোলাররা। দ্রুতগতিতে রান সংগ্রহ করছিলেন ভারতের দুই ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মা।
অবশেষে ২৫তম ওভারে এসে প্রথম উইকেটের দেখা পেয়েছে পাকিস্তান। ৬৮ রান করে ফিরে গেছেন ধাওয়ান। দ্বিতীয় উইকেটে ৫৬ রানের জুটি গড়ে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন রোহিত ও অধিনায়ব বিরাট কোহলি। কিন্তু ৩৭তম ওভারে দুর্ভাগ্যজনকভাবে রানআউটের শিকার হয়েছেন রোহিত। শতকের খুব কাছাকাছি এসেও হতাশ হয়ে সাজঘরে ফিরতে হয়েছে ডানহাতি এই ব্যাটসম্যানকে। সাতটি চার ও দুটি ছয় মেরে রোহিত করেছেন ৯১ রান। দুই ওপেনারকে সাজঘরে ফিরিয়েও অবশ্য স্বস্তিতে থাকতে পারেননি পাকিস্তানের বোলাররা। তৃতীয় উইকেটে ৫৮ বলে ৯৩ রানের ঝড়ো জুটি গড়েছিলেন অধিনায়ক কোহলি ও যুবরাজ। ৩২ বলে ৫৩ রান করে যুবরাজ আউট হয়েছিলেন ইনিংসের ৪৭তম ওভারে। আর কোহলি শেষপর্যন্ত অপরাজিত ছিলেন ৮১ রান করে। শেষপর্যায়ে হার্দিক পান্ডের ৬ বলে ২০ রানের ঝড়ো ইনিংসটিও ভালো অবদান রেখেছে ভারতের বড় সংগ্রহের পেছনে।
ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় দ্বৈরথ এখন খুব একটা দেখা যায় না। দুই দেশের রাজনৈতিক বৈরিতার শিকার হয়েছে ক্রিকেট অঙ্গনও। আজ অবশ্য আকর্ষণীয় এই ক্রিকেট ম্যাচ দেখার সুযোগ মিলেছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির কল্যাণে। কিন্তু শুরু হতে না হতেই পাক-ভারত ম্যাচে হানা দেয় বৃষ্টি। ভারতের ইনিংসের দশম ওভারে বৃষ্টি শুরু হওয়ায় পৌনে এক ঘণ্টার মতো খেলা বন্ধ থাকে। এরপর বৃষ্টি থামলে আবার খেলা শুরু হয়। ৩৪তম ওভারে আবারও বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল ৩০-৪০ মিনিট।
চার পেসারের দল নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। প্রথম একাদশে জায়গা হয়নি রবীচন্দ্রন অশ্বিনের। উমেশ যাদব, ভুবনেশ্বর কুমারের সঙ্গে আছেন জাসপ্রিত বুমরা ও অলরাউন্ডার হার্দিক পাণ্ডে।
পাকিস্তান বোলিং আক্রমণ সাজিয়েছে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে। অভিজ্ঞ পেসার ওয়াহাব রিয়াজের সঙ্গে আছেন মোহাম্মদ আমির ও হাসান আলী। আছেন দুই স্পিনার শাদাব খান ও ইমাদ ওয়াসিম।
ভারত দল : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পাণ্ডে, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও জাসপ্রিত বুমরা।
পাকিস্তান দল : আজহার আলী, আহমেদ শেহজাদ, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, শাদাব খান, ওয়াহার রিয়াজ ও হাসান আলী।