আলাদা করে অস্ট্রেলিয়ার কাউকে নিয়ে ভাবছে না বাংলাদেশ
ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে এবারের চ্যাম্পিয়নস ট্রফিটা কঠিন করে ফেলেছে বাংলাদেশ। আসরে টিকে থাকতে হলে জয় ছাড়া আর কোনো উপায় নেই টাইগারদের সামনে। প্রায় একই অবস্থা অস্ট্রেলিয়ারও। নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ায় চাপের মুখে রয়েছে স্টিভেন স্মিথের দল। যেকোনো মূল্যে বাংলাদেশের সঙ্গে জয় চায় অসিরা। টুর্নামেন্টে এখনো জয়হীন থাকা এ দুটি দল আজ পরস্পরের মুখোমুখি হবে।
বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে খানিকটা সতর্ক অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভেন স্মিথ। প্রথম ম্যাচে বেশ বাজে খেলায় এখন তাঁদের কাছে প্রতিটি ম্যাচই ফাইনাল। ঘুরে দাঁড়ানোর জন্য আজ সর্বোচ্চ চেষ্টাই করবে অসিরা। এ জন্য অবশ্য প্রাথমিকভাবে তিনজন টাইগার ক্রিকেটারকে লক্ষ্য করে এগোচ্ছে অস্ট্রেলিয়া। আজ তামিম, মুস্তাফিজ ও মুশফিককে থামাতে চান স্মিথ। তবে নির্দিষ্টভাবে অস্ট্রেলিয়ার কাউকে নিয়ে ভাবছে না বাংলাদেশ।
সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘ওদের কাউকে নিয়ে আলাদাভাবে ভাবার কোনো সুযোগ নেই। অস্ট্রেলিয়া অনেক ভালো দল। অনেক ম্যাচ উইনার রয়েছে তাদের। ইংল্যান্ড দলের বিপক্ষে মরগান বা বাটলারকে নিয়ে ভাবছিলাম আমরা। তার আগে তো হেলসই ৯৫ রান করে দিল। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে আলাদা করে কোনো পরিকল্পনা নেই। ভাবতে হলে ওদের ১১ জনকে নিয়েই ভাবতে হবে।’