উইম্বলডনের শুরুতেই অঘটনের শিকার নাদাল
দ্বিতীয় রাউন্ডেই বড় ধরনের অঘটনের সাক্ষী উইম্বলডন। সাবেক এক নম্বর খেলোয়াড় ও প্রতিযোগিতার দুবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল হেরে গেছেন জার্মানির অবাছাই ডাস্টিন ব্রাউনের কাছে। খেলার ফল ৭-৫, ৩-৬, ৬-৪, ৬-৪।
এ বছর একদমই ভালো কাটছে না ১৪টি গ্র্যান্ড স্লামজয়ী নাদালের। দুটো ছোটখাটো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেও অস্ট্রেলিয়ান ও ফ্রেঞ্চ ওপেনে বিদায় নিয়েছিলেন কোয়ার্টার ফাইনাল থেকে। এবার সবচেয়ে মর্যাদার গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট উইম্বলডনে দ্বিতীয় রাউন্ডেই ভূপাতিত স্প্যানিশ তারকা।
২০০৮ ও ২০১০ সালে চ্যাম্পিয়ন হলেও ২০১২ সাল থেকে উইম্বলডনে বারবার হতাশ হতে হয়েছে নাদালকে। ২০১২ থেকে ২০১৫—এই চার বছরে তিনি হেরেছেন র্যাঙ্কিংয়ের ১০০, ১৩৫, ১৪৪ ও ১০২ নম্বর খেলোয়াড়ের কাছে। এর মধ্যে শেষের জন বাছাইপর্ব পেরিয়ে আসা ৩০ বছর বয়সী ডাস্টিন ব্রাউন এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের তৃতীয় রাউন্ডে উঠলেন। দুটোই উইম্বলডনে।
নাদাল বিদায় নিলেও দ্বিতীয় রাউন্ডে আর কোনো অঘটনের জন্ম হয়নি। পুরুষ এককে সহজ জয় দিয়ে তৃতীয় রাউন্ডে পা রেখেছেন অ্যান্ডি মারে, নোভাক জোকোভিচ ও রজার ফেদেরার।
র্যাঙ্কিংয়ের এক নম্বর ও গতবারের চ্যাম্পিয়ন জোকোভিচ সহজেই ৬-৪, ৬-২, ৬-৩ গেমে হারিয়েছেন ফিনল্যান্ডের ইয়ার্কো নিয়েমিনেনকে। রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরারও সরাসরি ৬-৪, ৬-২, ৬-২ গেমের জয় পেয়েছেন যুক্তরাষ্ট্রের স্যাম কুরির বিপক্ষে। আর অ্যান্ডি মারে ৬-১, ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন নেদারল্যান্ডসের রবিন হাসেকে।
মহিলা এককে তৃতীয় রাউন্ডে উঠেছেন সেরেনা উইলিয়ামস, ভেনাস উইলিয়ামস, মারিয়া শারাপোভা, ক্যারোলিন ওজনিয়াকি, সামান্থা স্টোসার আর ভিক্টোরিয়া আজারেঙ্কা।