ব্যর্থতার বৃত্তে বন্দী নাদাল
২০১৫ সালটা একেবারেই ভালো যাচ্ছে না রাফায়েল নাদালের। ১৫টি প্রতিযোগিতায় অংশ নিয়ে জিততে পেরেছেন মাত্র দুটি আসরে। আর্জেন্টিনা ওপেন ও জার্মান ওপেনে। পরিসংখ্যানটা ঠিক নাদাল-সুলভ না। ব্যর্থতার বৃত্তে বন্দী নাদাল আরো একবার মুখ থুবড়ে পড়লেন কানাডিয়ান ওপেনে। কোয়ার্টার ফাইনালে জাপানের কেই নিশিকোরির বিপক্ষে সরাসরি সেটে হেরে গেছেন এই স্প্যানিশ তারকা।
নাদালকে ৬-২, ৬-৪ গেমে অনায়াসে হারিয়ে সেমিফাইনালে চলে গেছেন নিশিকোরি। নাদাল না পারলেও কানাডিয়ান ওপেনের সেমিফাইনালের টিকিট পেয়ে গেছেন শিরোপাপ্রত্যাশী অপর দুই তারকা নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারে। জোকোভিচ ৫-৭, ৭-৬ (৯/৭), ৬-১ গেমে হারিয়েছেন লাটভিয়ার আর্নেস্ট গাবলিসকে। সেমিফাইনালে জোকোভিচকে খেলতে হবে ফ্রান্সের জেরেম চান্ডির বিপক্ষে।
নাদালের এ বছর শুরু হয়েছিল হতাশা দিয়ে। কাতার ওপেনে বিদায় নিয়েছিলেন প্রথম রাউন্ড থেকে। তারপর বছরের প্রথম দুইটি গ্র্যান্ডস্লামেও ব্যর্থ হয়েছিলেন নাদাল। অস্ট্রেলিয়ান ও ফ্রেঞ্চ ওপেনে যেতে পেরেছিলেন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। চারটি প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনাল পর্যন্তও যেতে পারেননি টেনিসের সাবেক শীর্ষ তারকা।