‘সালাহ অনেকটা মেসির মতো’
ফুটবল আকাশে হঠাৎ করেই ধূমকেতুর মতো উদয় হয়েছেন মোহামেদ সালাহ। এফসি রোমার এই খেলোয়াড়কে কতজনই বা চিনত! কিন্তু দল-বদল করে ইতালি ছেড়ে ইংল্যান্ডের দল লিভারপুলে পাড়ি জমিয়ে নিজের খোলস ছেড়ে বেড়িয়ে আসেন এই মিসরীয় তারকা। সেরাদের সেরার দলে জায়গা করে প্রশংসা কুঁড়িয়েছেন পেলে, দিদিয়ের দ্রগবা, থেয়েরি হেনরি, ম্যারাডোনা, রিভালদোর মতো তারকাদের কাছ থেকে। নতুন করে প্রশংসা কুঁড়িয়েছেন ব্রাজিলিয়ান সাবেক তারকা রোনাল্ডো লুইস নাজারিও ডি লিমার কাছ থেকে।
এই মৌসুমে ইতালিয়ান ক্লাব এফসি রোমা থেকে লিভারপুলে এসে নৈপুণ্য দেখান মিসরের ফরোয়ার্ড সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগে চতুর্থ স্থান নিয়ে সন্তুষ্ট থাকলেও ইউরোপ সেরার লড়াইয়ে সালাহরা ছাড়িয়ে গেছেন সবাইকে, নিশ্চিত করেছেন ফাইনাল। দলের এই সাফল্যে অনন্য অবদান সালাহর। নিজের ঝুলিতে তিনি যোগ করেছেন ৩২টি গোল। গোল্ডেন শু জেতার লড়াইয়ে মেসির সাথে সমান তালে পাল্লা দিয়েছেন। তবে মেসির ৩৪ গোলের বিপরীতে তাঁকে থেমে যেতে হয় ৩২ গোলেই।
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রোনালদো সালাহকে তাই তুলনা করেছেন মেসির সঙ্গে। ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘সালাহকে আমি পছন্দ করি। সে খুবই দক্ষ খেলোয়াড়। তার মধ্যে দারুণ সব প্রতিভার সমন্বয় দেখতে পাচ্ছি। সে একেবারে মেসির মতো খেলে। আমি তার খেলা দেখে মুগ্ধ এবং আনন্দিত।’
আজ লিভারপুলের হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলতে নামবেন সালাহ। ১১ বছর পর এই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে শিরোপার জন্য উন্মুখ হয়ে আছে ক্লপের অধীনের দলটি।