টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সাফল্য-ব্যর্থতা
২০০০ সালের ১০ নভেম্বর টেস্ট ক্রিকেটে বাংলাদেশের স্বপ্নের যাত্রা শুরু হয়েছিল। সৌরভ গাঙ্গুলীর ভারতের বিপক্ষে বাংলাদেশ প্রথম বড় দৈর্ঘ্যের ক্রিকেট খেলতে নেমেছিল। সময়ের স্রোতে দেড় দশক পার হয়ে গেছে। এখন সময় এসেছে এই দীর্ঘ সময়ে সাফল্য-ব্যর্থতার হিসাব কষার।
গত ১৫ বছরে ৯৩টি টেস্ট খেলেছে বাংলাদেশ। সাফল্যের চেয়ে ব্যর্থতার পাল্লাই ভারী। মাত্র সাতটি টেস্ট জিতেছে। হেরেছে ৭১টি টেস্ট। বাকি ১৫টি ম্যাচ ড্র হয়েছে।
অভিষেক ২০০০ সালে হলেও টেস্টে জয়ের দেখা পেতে পাঁচ বছর লেগেছিল বাংলাদেশের। ২০০৫ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম জয় পেয়েছিল হাবিবুল বাশারের নেতৃত্বাধীন বাংলাদেশ। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে সেই ম্যাচে তারা ২২৬ রানে হারিয়েছিল অতিথি দলটিকে। দুই টেস্টের সেই সিরিজের বাকি ম্যাচটি ড্র হওয়ায় বাংলাদেশ প্রথম সিরিজ জয়েরও স্বাদ পেয়েছিল।
এরপর লম্বা বিরতি। মাঝখানে ২১টি টেস্টে জয়-খরা। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে আবার সাফল্যের দেখা পেয়েছিল বাংলাদেশ। দুটি টেস্টই জিতে সিরিজ জিতে নিয়েছিল ২-০ ব্যবধানে।
টেস্টে বাংলাদেশের চতুর্থ জয় জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৩ সালের এপ্রিলে। হারারেতে সেই ম্যাচে ১৪৩ রানে জিতেছিল মুশফিকুর রহিমের দল। অবশ্য দুই ম্যাচের সেই সিরিজের প্রথমটি হেরেছিল। তাই ১-১ সমতা নিয়ে ঢাকায় ফিরে আসে তারা।
টেস্টে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য এসেছিল গত বছর জিম্বাবুয়ের বিপক্ষেই। ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজ ৩-০তে জিতেছিলেন সাকিব-মুশফিকরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচ তিন উইকেটে, খুলনায় দ্বিতীয় ম্যাচ ২৬২ রানে এবং চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ম্যাচ ১৮৬ রানে জিতেছিল স্বাগতিক দল।
টেস্টে বাংলাদেশের সাফল্য শুধু ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ের বিপক্ষে। সাত ম্যাচের মধ্যে জিম্বাবুয়েকে পাঁচটি এবং ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে দুটি টেস্টে। বাকি সাত দলের বিপক্ষে এখনো জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ।
বাংলাদেশের অভিষেক টেস্টের অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় ওয়ানডের মতো টেস্ট ক্রিকেটেও সাফল্য পেতে সঠিক পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘ওয়ানডেতে আমরা যতটা এগিয়েছি, টেস্টে ততটাই পিছিয়ে আছি। এ ব্যাপারে আমাদের আরো উদ্যোগী হতে হবে, আরো পরিকল্পনামাফিক এগোতে হবে। তা না হলে সাফল্য পাওয়া সম্ভব নয়।’
বাংলাদেশের টেস্ট পরিসংখ্যান
দল ম্যাচ জয় হার ড্র
জিম্বাবুয়ে ১৪ ৫ ৬ ৩
ওয়েস্ট ইন্ডিজ ১২ ২ ৮ ২
অস্ট্রেলিয়া ৪ ০ ৪ ০
ইংল্যান্ড ৮ ০ ৮ ০
ভারত ৮ ০ ৬ ২
নিউজিল্যান্ড ১১ ০ ৮ ৩
পাকিস্তান ১০ ০ ৯ ১
দক্ষিণ আফ্রিকা ১০ ০ ৮ ২
শ্রীলঙ্কা ১৬ ০ ১৪ ২