এনামুলের জায়গায় ইমরুল কায়েস
স্কটল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়া জয়ের মধ্যেও কিছুটা অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ। কাঁধে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন ওপেনার এনামুল হক। তাঁর জায়গায় দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস।
নেলসনের স্যাক্সটন ওভালে স্কটল্যান্ডের ইনিংসের ৩১তম ওভারে ব্যথা পান এনামুল। লং লেগে ঝাঁপ দিয়ে একটি চার ঠেকাতে গিয়ে ইনজুরিতে পড়েন তিনি। পরে ব্যাটিংও করতে পারেননি। তাঁর অনুপস্থিতি অবশ্য টের পেতে দেননি তামিম ইকবাল, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানরা। ৩১৮ রান তাড়া করে তুলে নিয়েছেন ৬ উইকেটের সহজ জয়।
বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি দুই ম্যাচে তামিমের উদ্বোধনী জুটির সঙ্গী হিসেবে দেখা যেতে পারে ইমরুলকে। এনামুলের ইনজুরিতে হতাশ হলেও ইমরুলের আগমনে আশাবাদী হতেই পারে বাংলাদেশ শিবির। ২০১১ বিশ্বকাপেও ভালো নৈপুণ্য দেখিয়েছিলেন ইমরুল। ইংল্যান্ডের বিপক্ষে যে ম্যাচে বাংলাদেশ দুই উইকেটের দারুণ জয় পেয়েছিল, সেই ম্যাচে ৬০ রানের লড়াকু ইনিংস খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ম্যাচসেরার পুরস্কারও উঠেছিল তাঁর হাতে।
এবারের বিশ্বকাপেও বাংলাদেশের পরবর্তী ম্যাচ সেই ইংল্যান্ডেরই বিপক্ষে। কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য ইংল্যান্ড বা নিউজিল্যান্ডের বিপক্ষে যেকোনো একটি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে।
২০০৮ সালে অভিষেকের পর ৫৩টি ওয়ানডে খেলে একটি সেঞ্চুরিসহ ইমরুল করেছেন ১,৩৯০ রান।