মাশরাফিকে নিয়ে শঙ্কায় বাংলাদেশ
ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দ উপভোগ করতে-করতেই অস্বস্তিকর খবরটা পেয়েছিল বাংলাদেশ দল। ধীরগতির ওভার রেটের কারণে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ম্যাচ ফির ৪০ এবং বাকি খেলোয়াড়দের ২০ শতাংশ জরিমানার খবরকে অবশ্য পাত্তাই দেয়নি কেউ। কিন্তু এখন একটা দুশ্চিন্তা ঘিরে ধরেছে বাংলাদেশকে। গলায় ব্যথার জন্য শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে না-ও খেলতে পারেন মাশরাফি।
হ্যামিল্টনে বিশ্বকাপের সহ-আয়োজকদের কাছে হেরে গেলেও বড় কোনো ক্ষতি হবে না বাংলাদেশের। তবে শেষ আটের প্রতিপক্ষ নির্ধারণে এই ম্যাচের গুরুত্ব কম নয়। কিউইদের হারিয়ে দিতে পারলে কোয়ার্টার ফাইনালে মাশরাফির দলের সম্ভাব্য প্রতিপক্ষ পাকিস্তান অথবা দক্ষিণ আফ্রিকা। আর হেরে গেলে খেলতে হবে ভারতের সঙ্গে।
নিউজিল্যান্ড ম্যাচের চেয়ে কোয়ার্টার ফাইনাল অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে শুক্রবার মাশরাফিকে বিশ্রাম দেওয়া হতে পারে। আরেকটি কারণেও দেশ-সেরা পেসারকে নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ। আবার ধীরগতিতে বল করলে এক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন মাশরাফি। আর তাহলে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে মাশরাফি না খেললে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।