জুলাইয়ে বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করেছে দক্ষিণ আফ্রিকা। আগামী জুলাইয়ে প্রোটিয়ারা বাংলাদেশে আসবে। সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে তারা।
৫ জুলাই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে ব্যাট-বলের লড়াই। ৭ জুলাই দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিও হবে একই মাঠে।
ওয়ানডে সিরিজ শুরু হবে ১০ জুলাই থেকে। ১০ ও ১২ জুলাই প্রথম দুটি ওয়ানডের ভেন্যুও মিরপুর। ১৫ জুলাই শেষ ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
২১ জুলাই থেকে একই মাঠে হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে মিরপুরে, ৩০ জুলাই থেকে।
দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে সর্বশেষ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এসেছিল ২০০৮ সালে। সাত বছর আগের ওই সফরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলেছিল তারা।