ওয়েস্ট ইন্ডিজের সামনে ঝড়ের ‘চোখরাঙানি’
শক্তিশালী ঘূর্ণিঝড় পাম লণ্ডভণ্ড করে দিয়েছে প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপ ভানুয়াতুকে। আবহাওয়ার পূর্বাভাস, ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে নিউজিল্যান্ডেও। আর তাহলে শেষ হয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজের কোয়ার্টার ফাইনাল-স্বপ্ন।
রোববার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। শেষ আটে উঠতে হলে নিউজিল্যান্ডের নেপিয়ারে শুধু জিতলেই চলবে না, নেট রান রেটও বাড়িয়ে নিতে হবে ক্যারিবীয়দের। তবে বিরূপ আবহাওয়ার কারণে ম্যাচটা হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
‘বি’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। বাকি দুটি স্থানের জন্য চলছে ‘ত্রিমুখী’ লড়াই। পাঁচটি করে ম্যাচ খেলে পাকিস্তান ও আয়ারল্যান্ডের সংগ্রহ ছয় পয়েন্ট করে। তবে নেট রান রেটে আয়ারল্যান্ডের (-১.০১৪) চেয়ে এগিয়ে থাকায় পাকিস্তান (-০.১৯৪) আপাতত তৃতীয় স্থানে। পাঁচ ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করা ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট -০.৫১১।
অর্থাৎ আমিরাতকে বড় ব্যবধানে হারাতে পারলেই ক্যারিবীয়দের পক্ষে শেষ আটের টিকিট পাওয়া সম্ভব। কিন্তু খেলাই যদি না হয়, তাহলে ভগ্ন মনোরথে দেশের পথে রওনা দিতে হবে প্রথম দুই বিশ্বকাপের চ্যাম্পিয়নদের।
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার তাই অনুকূল আবহাওয়ার প্রার্থনায় ব্যস্ত, ‘বিরূপ আবহাওয়ার ওপরে তো আমাদের কোনো হাত নেই। এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমরা শুধু একটা ব্যাপারই নিয়ন্ত্রণ করতে পারি। তা হলো আমাদের খেলা।’