দল ছোট করলেন ক্রুইফ
এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বকে সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতি চলছে বিকেএসপিতে। প্রাথমিক দলে ডাক পাওয়া ৩৭ জন থেকে ১১ ফুটবলারকে বাদ দিয়েছেন বাংলাদেশ দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ।
সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আবাহনীর ওমর ফারুক ও মিলন হোসেন, শেখ রাসেল ক্রীড়া চক্রের সোহেল রানা, রকিবুল ইসলাম ও ফজলে রাব্বি, মুক্তিযোদ্ধার সংসদ ক্রীড়া চক্রের শাহেদুর রহমান, জাভেদ খান ও বিশ্বজিৎ সরকার, মোহামেডানের মোহাম্মদ ইব্রাহিম এবং ফরাশগঞ্জের রাফি রহমান ও কৃষ্ণ মলি বাদ পড়েছেন।
কয়েকদিন পর ২০ জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে বলে জানিয়েছে বাফুফে।
২০১৬ অলিম্পিকের প্রাক-বাছাই পর্বের এই প্রতিযোগিতা ২৭ থেকে ৩১ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে। ‘ই’ গ্রুপে পড়া বাংলাদেশ ২৭ মার্চ প্রথম ম্যাচে সিরিয়ার মুখোমুখি হবে। ২৯ মার্চ উজবেকিস্তান এবং ৩১ মার্চ তৃতীয় ও শেষ ম্যাচের প্রতিপক্ষ ভারত। প্রতিযোগিতার ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।
২৬ জনের দল : ইয়াসিন খান, রায়হান হাসান, সোহেল রানা, রুবেল মিয়া, তকলিস আহমেদ (শেখ জামাল ধানমণ্ডি ক্লাব), আতিকুর রহমান, নাহিদুল ইসলাম, শাহেদুল আলম, আমিনুর রহমান, শাকিল আহমেদ, টুটুল হোসেন বাদশা, ওমর ফারুক বাবু, ওয়াহেদ আহমেদ (আবাহনী) রাসেল মাহমুদ, তপু বর্মণ, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, ইউসুফ সিফাত (শেখ রাসেল), নাইম ফয়সাল, সুজন হোসেন, জুয়েল রানা (মোহামেডান), আনিসুর রহমান (মুক্তিযোদ্ধা) কায়সার আলী রাব্বি, মেজবাহ উদ্দিন (ব্রাদার্স ইউনিয়ন), মোহাম্মদ নাঈম (বিজেএমসি), নুরুল আবসার (রহমতগঞ্জ), মাসুদ উদ্দিন (বিকেএসপি)।