‘দর্শকরাই আমাদের বড় শক্তি’
একটি টিকেট পাওয়ার জন্য মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যে কি হাহাকার চলছে, তা বলে বোঝানোর উপায় নেই। গলায় কার্ড ঝোলানো কোনো সংবাদকর্মীর দেখা পেলেও দৌড়ে এসে দর্শকরা জিজ্ঞেস করেন, একটি টিকেট হবে! নিজেদের মাঠে, নিজেদের দেশ এশিয়া কাপের ফাইনালে খেলছে বলেই হয়তো দর্শকদের আগ্রহটা এত বেশি।
urgentPhoto
তা ছাড়া এই দর্শকদের প্রেরণায় বাংলাদেশের ক্রিকেট আজ এই পর্যায়ে এসে পৌঁছেছে। দর্শকদের এই প্রেরণাকে দেশের ক্রিকেটের বড় শক্তি বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তাই উঠে এসেছে ফাইনালের টিকেট প্রসঙ্গ। এই সম্পর্কে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি নিজেও দেখেছি দর্শকরা কত কষ্ট করছেন একটি টিকেটের জন্য। শুনেছি, কেউ কেউ রাতভর টিকেটের জন্য জেগেছিল। এটা আমাদের ক্রিকেটের জন্য সত্যিই একটা বড় ব্যাপার।’
এই দর্শকদের বাংলাদেশের ক্রিকেটের বড় শক্তি বলে মনে করেন মাশরাফি, ‘বাংলাদেশের ক্রিকেটের এগিয়ে যাওয়ার পেছনে দর্শকদের অবদান বা ত্যাগ কোনো অংশেই কম নয়। তাদের ভালোবাসা, আন্তরিকতা ও সমর্থনের কারণেই বাংলাদেশের ক্রিকেট আজ এই পর্যায়ে এসে পৌঁছেছে। এই দর্শকরাই আমাদের বড় শক্তি।’
দর্শকদের এই সমর্থন অব্যাহত থাকলে দেশের ক্রিকেট দ্রুত এগিয়ে যাবে বলেও মনে করেন মাশরাফি, ‘দর্শক-সমর্থকদের এই ভালোবাসা সব সময়ই অব্যাহত থাকুক এটা সব সময় আশা করি আমরা। তাদের এই সমর্থন অব্যাহত থাকলে দেশের ক্রিকেট আরো দ্রুত এগিয়ে যাবে।’