ফেদেরারকে হারিয়ে জোকোভিচ চ্যাম্পিয়ন
ইন্ডিয়ান ওয়েলস এটিপি মাস্টার্সের শিরোপা ধরে রেখেছেন নোভাক জোকোভিচ। ফাইনালে রজার ফেদেরারকে হারিয়েছেন টেনিস র্যাংকিংয়ের এক নম্বর খেলোয়াড়। খেলার ফল ৬-৩, ৬-৭ (৫/৭), ৬-২। জোকোভিচের এটা ৫০তম এটিপি শিরোপা।
ইন্ডিয়ান ওয়েলসে সবচেয়ে বেশি চারটি শিরোপা এত দিন এককভাবে ছিল ফেদেরারের অধিকারে। রোববার রাতে সেই ফেদেরারকে হারিয়েই সুইস তারকার পাশে এসে দাঁড়িয়েছেন জোকোভিচ। এই সার্বিয়ান তারকার আগের তিনটি শিরোপা এসেছিল ২০০৭, ২০১১ ও ২০১৪ সালে। গতবারও ফেদেরারকে হারিয়েই শিরোপার আনন্দে মেতে উঠেছিলেন জোকোভিচ।
রোববারের সাফল্যে জোকোভিচ পেছনে ফেলে দিয়েছেন তাঁর বর্তমান কোচ ও জার্মানির সাবেক তারকা বরিস বেকারকে। বেকারের ক্যারিয়ারে শিরোপার সংখ্যা ৪৯টি।
আবার ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সে সাফল্য পেয়ে জোকোভিচ আনন্দে আপ্লুত। খেলা শেষে স্বভাবসুলভ রসিকতার ঢংয়ে তাঁর মন্তব্য, ‘এই ট্রফিটা ভীষণ ভারী!’ তারপর অবশ্য উন্মুক্ত যুগে পাঁচটি অস্ট্রেলিয়ান ওপেন জিতে ইতিহাস গড়া জোকোভিচের কণ্ঠে আরো সাফল্যের প্রতিজ্ঞা, ‘আপনারা পুরো প্রতিযোগিতার দিকে তাকালে বুঝতে পারবেন, শিরোপাটা আমারই প্রাপ্য। এর জন্য আমাকে অনেক লড়াই করতে হয়েছে। এখন ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছি। এখন যে অবস্থানে আছি তা ধরে রাখা এবং যত বেশি সম্ভব শিরোপা জয়ের সর্বোচ্চ চেষ্টা করতে চাই।’
টুর্নামেন্টের মহিলা এককে চ্যাম্পিয়ন হয়েছেন রোমানিয়ার সিমোনা হালেপ। ফাইনালে
সার্বিয়ার ইয়েলেনা ইয়াঙ্কোভিচকে ২-৬, ৭-৫, ৬-৪ গেমে হারিয়েছেন তিনি। ইন্ডিয়ান ওয়েলসে এটাই হালেপের প্রথম শিরোপা।