আইসিসির সভায়ও মুস্তাফিজকে নিয়ে আলোচনা
প্রতিনিয়তই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। যোগ হচ্ছে ঝুলিতে দারুণ দারুণ সাফল্য। তিনি হালের বোলিং সেনসেশন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশে প্রিমিয়ার লিগ (বিপিএল), ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও আন্তর্জাতিক ক্রিকেট, সব ক্ষেত্রেই যেন স্বমহিমায় উজ্জ্বল তিনি।
বিশেষ করে আইপিএলে প্রথমবার খেলতে গিয়ে দারুণ উজ্জ্বলতা ছড়াচ্ছেন মুস্তাফিজ। তাই পুরো ক্রিকেট বিশ্বই এই বাঁহাতি পেসারের বন্দনায় মেতে উঠেছে। ক্রিকেটবোদ্ধাদের মুখেও কাটার-মাস্টারের প্রশংসার ফুলঝুরি।
বাংলাদেশের এই বোলিং বিস্ময়কে নিয়ে এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায়ও আলোচনা হয়েছে। আইসিসির সভা শেষে দেশে ফিরে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।
আজ সোমবার বেক্সিমকোর কার্যালয়ে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নাজমুল হাসান বলেন, ‘মুস্তাফিজ আমাদের জন্য কতটা গর্বের তা বলে বোঝানো যাবে না। বাস্তবতা হচ্ছে, এখন ক্রিকেট নিয়ে কথা বললেই সবাই মুস্তাফিজকে নিয়ে কথা বলে। আইসিসি সভায়ও তাঁকে নিয়ে আলোচনা হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট আমাকে জিজ্ঞেস করেছেন, কোথায় থেকে পেলেন এই ছেলেটিকে। তারা আমাদের মুস্তাফিজের পারফরম্যান্সে প্রতিনিয়তই বিস্মিত হচ্ছে।’
তাই মুস্তাফিজকে নিয়ে গর্বিত বিসিবি সভাপতিও, ‘সত্যিই তা খুবই ভালোলাগার, মুস্তাফিজকে নিয়ে এত প্রশংসা হচ্ছে। সে আমাদের সম্পদ, তাঁকে এখন দেখে রাখার দায়িত্ব আমাদের।’