এবার মুস্তাফিজের প্রশংসায় মুরালিধরন
এ সময়ের সবচেয়ে আলোচিত বোলারের নাম মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের এই বাঁহাতি পেসারের বোলিং নৈপুণ্যে পুরো ক্রিকেটবিশ্বই এখন যেন অনেকটা মাতোয়ারা। তাঁর বোলিং-বৈচিত্র্য দেখে রীতিমতো বিস্মিত ক্রিকেটবিজ্ঞরাও। এ তালিকায় এবার যোগ হয়েছেন লঙ্কান সাবেক কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন।
মুরালিধরন সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ। তাই বাংলাদেশের এই তরুণ পেসারকে একেবারেই কাছ থেকে দেখেছেন তিনি। আর এ কারণে মুস্তাফিজের প্রশংসায় মেতে উঠেছেন তিনি।
মঙ্গলবার ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মুরালিধরন বলেন, ‘মুস্তাফিজ শুধু বাংলাদেশেরই সম্পদ নয়, এ মৌসুমে হায়দরাবাদের জন্যও একটা বড় পাওয়া। তাঁকে ঠিকভাবে পরিচর্যা করা হলে সামনে একটি লম্বা ক্যারিয়ার পাবে বলে আমার বিশ্বাস। এ মুহূর্তে হায়দরাবাদের জন্য সে একজন দারুণ বোলার, যার পক্ষে সম্ভব একটা ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া।’
আসলেও তাই, আন্তর্জাতিক ক্রিকেটে গত একটি বছর অসাধারণ সাফল্যের পর আইপিএলেও দারুণ উজ্জ্বল মুস্তাফিজ। হায়দরাবাদের হয়ে প্রায় প্রতিটি ম্যাচেই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। সাত ম্যাচে আট উইকেট পেলেও বোলিং-বৈচিত্র্য দেখিয়ে সবার নজর কেড়েছেন এই বাংলাদেশি পেসার।
আইপিএলে নিজের প্রথম ম্যাচে মুস্তাফিজ বেঙ্গালুরুর বিপক্ষে ২৬ রান দিয়ে দুই উইকেট তুলে নেন। আর কলকতা নাইট রাইডার্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ২৯ রানে, মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তৃতীয় ম্যাচে ৩২ ও গুজরাট লায়ন্সের বিপক্ষে চতুর্থ ম্যাচে ১৯ রান খরচায় একটি করে উইকেট নেন এই বাঁহাতি পেসার।
এবারের আইপিএলে তাঁর সবচেয়ে বড় সাফল্য ছিল কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে নিজের পঞ্চম ম্যাচে। সে ম্যাচে মাত্র ৯ রানে দুটি উইকেটে নিয়ে সবার প্রশংসা কুড়িয়েছেন তিনি। তাই ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন সে ম্যাচে।
অবশ্য রাইজিং পুনের বিপক্ষে ষষ্ঠ ম্যাচে তিনি ছিলেন উইকেটশূন্য। আর সপ্তম ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে ৩৪ রান দিয়ে এক উইকেট পেয়েছেন ঠিক, কিন্তু সেই উইকেট ছিল বেশ মূল্যবান। কারণ, তাঁর সেই উইকেট ছিল বিরাট কোহলির।