লিস্ট ‘এ’ ক্রিকেটে মাহমুদউল্লাহর সেরা ইনিংস
লিস্ট ‘এ’ ক্রিকেট ক্যারিয়ারের ২০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন মাহমুদউল্লাহ। মাইলফলক গড়া ম্যাচটি দারুণ এক শতক দিয়ে স্মরণীয়ও করে রেখেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ক্রিকেট কোচিং স্কুলের বিপক্ষে খেলেছেন ১৩৯ বলে ১৩০ রানের অধিনায়কোচিত ইনিংস। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটিই মাহমুদউল্লাহর সেরা ইনিংস।
শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের পক্ষে মাহমুদউল্লাহ ছাড়াও শতক পেয়েছেন মার্শাল আইয়ুব। ছয় ওভারের মধ্যে মাত্র ৩৪ রানেই দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে মাহমুদউল্লাহ ও মার্শাল গড়েছিলেন ২০৩ রানের দারুণ জুটি। তাঁদের শতকে ভর করে শেখ জামালের স্কোরবোর্ডে জমা হয়েছে ২৯০ রান।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের এবারের আসরে ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে পারছিলেন না মাহমুদউল্লাহ। গত চার ম্যাচে করেছিলেন ১০৯ রান। তবে আজ রানখরা দারুণভাবেই কাটিয়েছেন শেখ জামালের অধিনায়ক। চার নম্বরে ব্যাট করতে নেমে ১৩০ রানের ঝলমলে ইনিংস খেলার পথে মেরেছেন আটটি চার ও পাঁচটি ছয়। আউট হয়েছেন ৪৯তম ওভারে। মার্শাল তাঁর শতরানের ইনিংসটি সাজিয়েছেন ১২টি চার দিয়ে।
মাহমুদউল্লাহ ও মার্শালের জুটি ভাঙার জন্য আটজন বোলার ব্যবহার করেছিলেন ক্রিকেট কোচিং স্কুলের অধিনায়ক রাজিন সালেহ। তবে সাফল্য পেয়েছেন মাত্র দুজন বোলার। ৯ ওভার বল করে ৩৮ রানের বিনিময়ে দুটি উইকেট নিয়েছেন সালেহ আহমেদ শাওন। ডানহাতি পেসার মেহরাব হোসেনের ঝুলিতে গেছে তিনটি উইকেট। তবে পাঁচ ওভার বল করে তিনি দিয়েছেন ৪৫ রান।