ফাইনালে ‘ব্রাত্য’ মুস্তফা কামাল!
নিয়ম আর ঐতিহ্য অনুযায়ী বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়ার সম্মান পেয়ে থাকেন আইসিসি সভাপতি। তাই অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্কের হাতে আ হ ম মুস্তফা কামালের ট্রফি তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু এখানেও নিজেদের প্রভাব খাটাতে কুণ্ঠা বোধ করেনি ভারত। নিয়ম-নীতির তোয়াক্কা না করে ক্লার্কের হাতে ট্রফি তুলে দিয়েছেন আইসিসি চেয়ারম্যান এন শ্রীনিবাসন।
কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে বাংলাদেশ হেরে যাওয়ার পর ‘বিতর্কিত’ আম্পায়ারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করায় আইসিসি কর্মকর্তাদের সমালোচনার তীরে বিদ্ধ হতে হয়েছিল মুস্তফা কামালকে। এ নিয়ে অন্তর্দ্বন্দ্বও শুরু হয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থায়। তারই ‘প্রভাবে’ হয়তো পুরস্কার বিতরণী মঞ্চে দেখাই যায়নি প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসি সভাপতির দায়িত্ব পাওয়া মুস্তফা কামালকে। অথচ আইসিসির সংবিধানেই বলা আছে, বৈশ্বিক প্রতিযোগিতাগুলোতে প্রতিষ্ঠানের সভাপতি বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রীনিবাসন, আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের পাশে ছিলেন ভারতের ব্যাটিং-কিংবদন্তি ও বিশ্বকাপের শুভেচ্ছাদূত শচীন টেন্ডুলকার।