এবার লক্ষ্য ‘হোয়াইটওয়াশ’
আরেকটি ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলাদেশ, আবার প্রতিপক্ষকে ‘হোয়াইটওয়াশ’ করার সুযোগ। এবার সামনে পাকিস্তান। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতেও জয় পেলে আরেকটি ইতিহাসের জন্ম দেবে বাংলাদেশ দল। জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের পর চতুর্থ টেস্ট দলকে ‘হোয়াইটওয়াশ’ করার আনন্দে ভেসে যাবে। দেশের মানুষকে আরেকটি উচ্ছ্বাসের উপলক্ষ এনে দেওয়ার লক্ষে বেলা আড়াইটায় মাঠে নামবে মাশরাফির দল।
সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ এখন দারুণ উজ্জীবিত। প্রথম ম্যাচে ৭৯ রান আর দ্বিতীয় ম্যাচে সাত উইকেটের বিশাল জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে স্বাগতিকরা। টানা দুই ম্যাচে সেঞ্চুরি করা তামিম ইকবাল আর ‘আস্থার প্রতীক’ মুশফিকুর রহিমের ধারাবাহিকতা সহজ জয় এনে দিয়েছে দলকে। যদিও বিশ্বকাপে দুটো সেঞ্চুরি করে ইতিহাস গড়া মাহমুদউল্লাহ প্রথম দুই ম্যাচে ভালো করতে পারেননি। প্রথম ম্যাচে পাঁচ রানের পর দ্বিতীয় ম্যাচে করেছেন ১৭ রান। তবে তামিম-মুশফিকের দারুণ ব্যাটিং আর বোলারদের নৈপুণ্যে সিরিজ জিততে সমস্যা হয়নি।
বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রুয়ান কালপাগে তো এই পারফরম্যান্সে দারুণ খুশি। মঙ্গলবার তিনি বলেছেন, ‘প্রথম দুই ম্যাচে প্রতিটি বিভাগেই আমাদের ছেলেরা ভালো করেছে। এই সিরিজে চোখে পড়ার মতো তেমন কোনো দুর্বলতা ধরা পড়েনি আমাদের।’
উজ্জীবিত বাংলাদেশের ঠিক বিপরীত অবস্থা পাকিস্তানের। ব্যর্থতা আর চোট সমস্যায় জর্জরিত দলটি সান্ত্বনার জয় পেতে মরিয়া। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় জয়ের দেখা পেতে ১৬ বছর অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। অথচ এখন সামনে ৩-০ ব্যবধানে জয়ের হাতছানি। ‘হোয়াইটওয়াশ’ হবে তো?