বিসিবি সভাপতির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ ফাহিমের
নতুন আঙ্গিকে বিপিএল দিয়ে কেটে যাবে অতীতের সব সমালোচনা। দর্শকদের এমন প্রত্যাশার সাথে বাস্তবের খুব একটা মিল নেই। বিপিএলের শুরু থেকেই একের পর এক সমালোচনার তীরে বিদ্ধ হতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। প্রথমে বোর্ড সভাপতির সঙ্গে ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিবের অসদাচরণের অভিযোগ। আর এবার সামনে এলো বিসিবি সভাপতি ও বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের দ্বন্দ্বের খবর।
আজ রোববার (৫ জানুয়ারি) এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে দেশের একটি শীর্ষ বেসরকারি টিভি চ্যানেল। উক্ত চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘ওরকম একটা মন্তব্য… আমি স্পেসেফিক বলতে চাই না মন্তব্যটা কী ছিল, তবে সেটা আমাকে খুবই হতাশ করেছে। সেটা বুঝিয়ে দিয়েছে এই মুহূর্তে ক্রিকেট বোর্ড বা প্রেসিডেন্ট হয়ত আমাকে তার আত্মবিশ্বাসের জায়গায় নিচ্ছেন না। আমি জানিনা কেন প্রেসিডেন্ট আমার ব্যাপারে কমেন্ট করেছে। তবে আমি খুব অবাকও হয়েছিলাম। স্বাভাবিকভাবেই আমি মোটেই আশা করিনি ওরকম একটা মন্তব্য। আর সেটা অনেকগুলো মানুষের সামনে।’
ফাহিম আরও যোগ করেন, ‘সেখানে মন্ত্রণালয়ের মানুষ ছিল। আমার মাঝেমাঝে মনে হয় বোর্ডে না থাকলেই বুঝি ভালো হয়। কারণ বোর্ডের বাইরে থেকে আমি যে ভূমিকা রাখতে পারি বা কথা বলতে পারি, তা বোর্ডে থেকে সম্ভব না। আমি যদি বোর্ডে থাকি, আমাকে কাজ করতে হবে। যদি কাজ করতে না পারি, তারচে ভালো বাইরে থাকা।’
উল্লেখ্য, দেশের ক্রিকেটের চেনা মুখ নাজমুল আবেদীন। ক্রিকেট কোচ ও বিশ্লেষক হিসেবে খ্যাতি রয়েছে। তার হাত ধরে উঠে এসেছেন অসংখ্য ক্রিকেটার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর তিনি সোচ্চার হয়েছিলেন বিসিবিতে সংস্কার প্রসঙ্গে। পরবর্তীতে দায়িত্ব নেন পরিচালক হিসেবে।