বাংলাদেশের প্রশংসায় মিসবাহ
খুলনা টেস্টে ৩০০ রানের কাছাকাছি লিড নিলেও তামিম ইকবাল আর ইমরুল কায়েসের দৃঢ়তাভরা ব্যাটিং জিততে দেয়নি পাকিস্তানকে। সিরিজের শুরু থেকে দুর্দান্ত খেলে যাওয়া বাংলাদেশের শুধু প্রশংসাই নয়, ভীষণ সমীহও করছেন মিসবাহ-উল-হক। তবে পাকিস্তানের টেস্ট অধিনায়কের বিশ্বাস, সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে বুধবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টে তাদের পক্ষে জয় পাওয়া সম্ভব।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনের শুরুতেই বাংলাদেশের প্রশংসায় মেতে ওঠেন মিসবাহ, ‘তিন-চার মাস ধরেই বাংলাদেশ দল খুব ভালো খেলছে। সেই সুবাদে তারা এখন ভীষণ আত্মবিশ্বাসীও। নিজেদের মাটিতে খেলছে বলে তারা স্বাভাবিকভাবেই উজ্জীবিত। এমন দলের বিপক্ষে জিততে হলে খুবই ভালো খেলতে হবে আমাদের। তবে ফলাফলের কথা না ভেবে নিজেদের সেরাটা দেওয়াই আমাদের লক্ষ্য।’
ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ ও টি-টোয়েন্টিতে বিধ্বস্ত হওয়ার পর এমনিতেই চাপের মধ্যে ছিল পাকিস্তান। খুলনা টেস্টে সুবিধাজনক অবস্থায় থেকেও ড্র করায় সেই চাপ বেড়ে গেছে আরো। মিসবাহ অবশ্য চাপ-টাপকে বিন্দুমাত্র পাত্তা দিচ্ছেন না, 'আন্তর্জাতিক ক্রিকেটে সব সময়ই চাপ থাকে। এটা নতুন কিছু নয়। চাপ জয় করেই খেলতে হয়। আশা করি মিরপুর টেস্টে আমরা ভালো করতে পারব। তবে এই টেস্টে সাফল্য পেতে হলে আমাদের বোলারদের আরো ভালো বল করতে হবে। এ ছাড়া ভালো ফল পাওয়া সম্ভব নয়।
প্রথম দুই ওয়ানডেতে টানা শতক আর খুলনায় দ্বিশতক করে তামিম ইকবাল এখন আলোচনার শীর্ষে। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বাঁ-হাতি ওপেনারকে নিয়ে পাকিস্তানের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে মিসবাহ বলেন, ‘প্রতিপক্ষ দলের প্রত্যেক খেলোয়াড়কে নিয়ে প্রতিটা দলেরই পরিকল্পনা থাকে। তামিমও তার বাইরে নয়। তামিম খুবই ভালো খেলছে। তাকে নিয়ে আমাদের আলাদা পরিকল্পনাও আছে।’