ঘুরে দাঁড়াতে আশাবাদী শহীদ
পাকিস্তানের ৩২৩ রানের বিপরীতে বাংলাদেশের ‘শিকার’ মাত্র তিন উইকেট। মিরপুর টেস্টের প্রথম দিন পাকিস্তানের প্রাধান্যে শেষ হয়েছে। সারা দিনের হতাশার মাঝে একটাই আশার আলো—মোহাম্মদ শহীদের দুই উইকেট প্রাপ্তি। মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা এই পেসারের আশা, দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।
urgentPhoto
বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে শহীদ বলেন, ‘প্রথম দিনে আমরা ভালো বল করতে পারিনি। আশা করি দ্বিতীয় দিনে আমরা ঘুরে দাঁড়াতে পারব। উইকেটে ঘাস ছিল, বল বেশ মুভও করছিল। কিন্তু আমরা তার সুবিধা নিতে পারিনি। অবশ্য সেঞ্চুরি পাওয়া ওদের দুই ব্যাটসম্যান খুব ভালো ব্যাটিং করেছে। আরেকজন পেসার থাকলে পাকিস্তানের ব্যাটসম্যানদের চেপে ধরা যেত।’
পাকিস্তান বিশাল সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে। তবে বাংলাদেশ দল চাপে আছে বলে মনে করেন না শহীদ, ‘আমাদের ওপরে কোনো চাপ নেই। আমরা নিজেদের খেলার দিকেই মনোযোগ দিতে চাই। দ্বিতীয় দিনে ভালো বল করতে পারলে আশা করি মধ্যাহ্ন-বিরতির আগেই পাকিস্তান অলআউট হয়ে যাবে। সে পরিকল্পনা নিয়েই কাল মাঠে নামব আমরা।’
তৃতীয় উইকেটে ২৫০ রানের জুটি গড়া আজহার আলী ও ইউনিস খান ক্যাচ দিয়েও ‘নো’ বলের কারণে বেঁচে গেছেন। পরে সেঞ্চুরি করেছেন দুজনেই। এ প্রসঙ্গে শহীদের মন্তব্য, “আসলে ‘নো’ বল তো ইচ্ছা করে হয় না। তবে ওই দুই ঘটনার পর থেকে আমরা বল করার সময় সতর্ক ছিলাম।”
দলের হতাশার দিনে দুই উইকেট নেওয়ার আনন্দ লুকিয়ে রাখতে পারেননি এই ডানহাতি পেসার, ‘দিনের প্রথম ও শেষ উইকেট নিতে পেরে খুব ভালো লেগেছে। দ্বিতীয় দিন আরো ভালো বল করতে চাই।’