নেপালের মানুষকে শতক উৎসর্গ ইউনিসের
ব্যক্তিগত ৭৮ রানে সৌম্য সরকারের বলে কাভারে সাকিব আল হাসানকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথে রওনা দিয়েছিলেন। কিন্তু বলটি ‘নো’ হওয়ায় আউট হতে হয়নি। এরপর ২৯তম টেস্ট শতক পেতে সমস্যা হয়নি ইউনিস খানের। পাকিস্তানের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান এই শতক উৎসর্গ করলেন নেপালের ভূমিকম্প বিধ্বস্ত মানুষদের।
মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষে শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ইউনিস বলেন, ‘আমার এই সেঞ্চুরি নেপালে ক্ষতিগ্রস্ত মানুষদের উৎসর্গ করলাম। ভূমিকম্প বিধ্বস্ত দেশটির অনাহারে-অর্ধাহারে থাকা মানুষদের উদ্দেশ্যেই আমার এই সেঞ্চুরি। আশা করি নেপালের মানুষ এই দুর্দশা কাটিয়ে দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে।’
মধ্যাহ্ন-বিরতির আগে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান। শতক করে দলকে চাপমুক্ত করতে পেরে ইউনিস আনন্দিত, “দল চাপে থাকার সময় সেঞ্চুরি পেয়েছি। সে জন্য নিজেকে ভাগ্যবান মনে করছি। ওই ‘নো’ বলই আমার জন্য সৌভাগ্য বয়ে এনেছে। আজহার আলীর সঙ্গে তৃতীয় উইকেটে ভালো জুটি গড়তে পেরেছি বলেই দল বড় সংগ্রহের পথে এগিয়ে যেতে পারছি।”