আজহারের কাছে সবার আগে দল
মিরপুর টেস্টের প্রথম দুদিন আলো ছড়িয়ে টেস্ট ক্রিকেটে প্রথম দ্বিশতকের আনন্দে মেতে উঠেছেন। অনেকেই তাঁকে মনে করছে ইউনিস খান ও মিসবাহ-উল-হকের যোগ্য উত্তরসূরি। বিনয়ী আজহার আলী অবশ্য এখনই এত দূরে দেখতে চাইছেন না নিজেকে। তাঁর কাছে দলের সাফল্যই সবচেয়ে বড় কথা।
বৃহস্পতিবার মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আজহার বলেন, ‘ইউনিস খান ও মিসবাহ-উল-হক অনেক বড়মাপের ক্রিকেটার। তাঁদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। তাঁদের মতো হওয়ার চেষ্টা আমাকে করতেই হবে। সেটা করছিও। তবে এখনই আমি নিজেকে তাঁদের কাতারে রাখতে চাই না। আমার কাছে দলের জয়ে অবদান রাখতে পারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
প্রথম ইনিংসে ৫৫৭ রানের বিশাল সংগ্রহ। এরপর দ্বিতীয় দিন শেষ হওয়ার আগেই বাংলাদেশের পাঁচটি উইকেট তুলে নিয়ে মিরপুরে দারুণ সুবিধাজনক অবস্থায় রয়েছে পাকিস্তান। এই সুদৃঢ় অবস্থানের জন্য আজহার কৃতিত্ব দিচ্ছেন দলের সবাইকে, ‘ব্যাটসম্যানরা অসাধারণ খেলেছে বলেই ভালো একটা ইনিংস দাঁড় করানো সম্ভব হয়েছে। আর বোলাররাও দারুণ বল করেছে। বিশেষ করে ইয়াসির শাহ ও জুনায়েদ খান ভালো বল করায় প্রতিপক্ষকে চাপে ফেলা সম্ভব হয়েছে। সম্মিলিত চেষ্টাতেই আমরা ভালো অবস্থায় আছি।’
তবে এখনই কোনো রকম আত্মপ্রসাদে ভুগছেন না আজহার, ‘জেতার জন্য আরো ১৫টি উইকেট নিতে হবে আমাদের। কাজটা সহজ নয়। তাই এখনই উল্লসিত হওয়ার কিছু নেই। তবে আমাদের বোলাররা ভালো বল করছে। তারা ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ম্যাচ জেতা সম্ভব।’