ফেসবুকে ভিডিও দিয়ে বিপাকে ওয়ার্ন!
ফেসবুকে সরাসরি ভিডিও প্রচারটা এখন অহরহই ঘটে। তারকা ক্রিকেটার বা ফুটবলারদের তো প্রায়ই দেখা যায় ফেসবুক লাইভে। সম্প্রতি অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্নও ফেসবুক লাইভে এসেছিলেন কেভিন পিটারসেন ও মাইকেল স্ল্যাটারকে নিয়ে। কিন্তু সেই ভিডিও প্রচার করে বেশ বিপাকেই পড়ে গেছেন ওয়ার্ন। কিছু টাকা জরিমানাও গুনতে হচ্ছে অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটারকে।
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মধ্যকার হোবার্ট টেস্টের তৃতীয় দিনের খেলার ধারাভাষ্য শেষ করে গাড়িতে করে ফিরছিলেন ওয়ার্ন, পিটারসেন ও স্ল্যাটার। তখনই ফেসবুকে চার মিনিটের এই লাইভ ভিডিওটি প্রচার করেছিলেন ওয়ার্ন। সেখানে তারা ঠাট্টা-তামাশা করছিলেন হোবার্ট টেস্টে অসিদের দুদর্শা নিয়ে। কিন্তু চলন্ত গাড়িতে সিটবেল্ট না বাধার ব্যাপারটি ঠিকই চোখে পড়ে গেছে তাসমানিয়ার ট্রাফিক পুলিশের। সেজন্যই এই তিন তারকা ক্রিকেটারকে জরিমানাও করেছে তাসমানিয়ার পুলিশ। তিনজনকে দিতে হয়েছে ৩০০ ডলার জরিমানা। পুলিশ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘তাসমানিয়ার পুলিশ গাড়ির চালক ও যাত্রীদের স্মরণ করিয়ে দিতে চায় যে, সিট বেল্ট জীবনরক্ষাকারী এবং চালকদের উচিত যাত্রীদেরও এটা ব্যবহারে উদ্বুদ্ধ করা।’
ভিডিওর শেষ মুহূর্তে এসে অবশ্য ঠিকই সিটবেল্ট বেঁধে নিয়েছিলেন ওয়ার্নরা। কিন্তু সেটুকুতে সন্তুষ্ট হতে পারেনি তাসমানিয়ার ট্রাফিক পুলিশ।