নেপালের দারুণ জয়
মাত্র ১০ দিনের প্রস্তুতি নিয়ে ঢাকায় এসেছে নেপাল ভলিবল দল। ভূমিকম্পে বিধ্বস্ত সেই দেশটি কি না নিজেদের প্রথম ম্যাচে হারিয়ে দিয়েছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল কিরগিজস্তানকে। রোববার অলিম্পিকের মধ্য এশিয়া অঞ্চলের বাছাই পর্বের ভলিবল প্রতিযোগিতায় নেপাল জিতেছে ৩-১ সেটে।
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আসরের দ্বিতীয় দিনে নেপাল চমৎকার খেলে নিজেদের প্রথম ম্যাচে এই জয় তুলে নিয়েছে। ম্যাচের প্রথম সেটে তারা জিতেছে ২৫-১৯ পয়েন্টে। অবশ্য দ্বিতীয় সেটে তারা হেরে যায় ২৫-২২ পয়েন্টে। অবশ্য শেষ দুটি সেটে ২৫-১৮ ও ২৬-২৪ পয়েন্টে তারা হারিয়েছে কিরগিজস্তানকে।
নেপাল অধিনায়ক ইম বাহাদুর দারুণ এই জয় উৎসর্গ করেছেন ভূমিকম্পে যারা প্রাণ হারিয়েছে সেসব মানুষের জন্য। তিনি বলেন, ‘ভূমিকম্পে আমাদের পুরো দেশ লণ্ডভণ্ড হয়ে আছে। অনাহারে-অর্ধহারে আমাদের মানুষগুলো দিনাতিপাত করছে। এই জয়টি আমাদের সেই সব মানুষের মুখে কিছুটা হলেও হাসি ফোটাবে। তবে এই জয় আমরা উৎস্বর্গ করেছি ভূমিকম্পে যারা প্রাণ হারিয়েছে সেই সব মানুষের উদ্দেশে।’
এদিকে দিনের প্রথম ম্যাচে আফগানিস্তান ৩-২ সেটে হারিয়েছে উজবেকিস্তানকে।