নেইমার বার্সায় ফিরবে শুনে অবাক জাভি
লিওনেল মেসিকে পেতে পেতেও পেল না বার্সেলোনা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বার্সা ভক্তদের হৃদয় ভেঙে তিনি যোগ দিলেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। এবার গুঞ্জন উঠেছে নেইমারকে নিয়ে। তিনি নাকি বার্সেলোনায় ফিরছেন। যদিও এ খবরে অবাক খোদ বার্সা কোচ জাভি হার্নান্দেজ। এমনটিই জানিয়েছে ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট স্পোর্ট।
মেসির সঙ্গে বার্সা ও পিএসজিতে সতীর্থ হিসেবে ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। পিএসজি ছেড়ে মায়ামিতে যোগ দিয়েছেন মেসি। মৌসুম শেষে নেইমারও পিএসজি ছাড়তে চান। পিএসজিতে ভালো সময় কাটছে না নেইমারের। দলবদলের বাজারে তাই গুঞ্জন, মেসিকে না পেয়ে নেইমারকে দলে নিতে চায় বার্সা।
তবে, আজ বৃহস্পতিবার (৮ জুন) বার্সাভিত্তিক টিভি চ্যানেল জিজান্তেসে দেওয়া জাভির একটি সাক্ষাৎকারের বরাতে প্রতিবেদন প্রকাশ করে স্পোর্ট। সেখানে জাভি বলেন, ‘নেইমার আমাদের পরিকল্পনাতে নেই। সে আসবে, এই গুঞ্জন শুনে আমি বিস্মিত। বন্ধু হিসেবে তাকে আমি পছন্দ করি। কিন্তু আমাদের প্রাধান্যের তালিকায় সে নেই।’
এর আগে ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনায় ছিলেন নেইমার। ২০১৭ তে পিএসজিতে যোগ দেন এই তারকা। তবে, ফরাসি ক্লাবটিতে সময়টা ভালো কাটছে না নেইমারের। তার ওপর গত মেতে তার বাড়ির সামনে বিক্ষোভ করেছিল পিএসজির উগ্রবাদী একদল সমর্থক। যাদের স্লোগান ছিল, ‘চলে যাও নেইমার।’
মাঠ ও মাঠের বাইরের ঘটনা মিলিয়ে ফ্রেঞ্চ ক্লাবটিতে ভালো নেই নেইমার। তিনি চান চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়তে। তবে, সেই ক্লাব যে বার্সা হবে না তা নিশ্চিত করেছেন স্বয়ং বার্সা কোচ জাভি।