বিশ্বকাপ বাছাইয়ে নেপালকে বড় ব্যবধানে হারাল ওয়েস্ট ইন্ডিজ
ওয়ানডে ক্রিকেটের প্রথম দুই বিশ্বকাপের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটে একটা সময় দলটির ছিল প্রচণ্ড দাপট। কালের বিবর্তনে সেই ওয়েস্ট ইন্ডিজ দল আগের মতো নেই। এতটাই অসহায় অবস্থা এখন, খেলতে হচ্ছে বিশ্বকাপ বাছাইপর্ব। জিম্বাবুয়েতে চলছে অক্টোবরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। সেখানে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বৃহস্পতিবার (২২ জুন) নেপালকে ১০১ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
জিম্বাবুয়ের হারারে স্পোর্টস গ্রাউন্ডে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ৩৩৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৪৯.৪ ওভারে ২৩৮ রানে অলআউট হয় নেপাল।
টস জিতে ক্যারিবিয়ানদের ব্যাটিংয়ে পাঠান নেপাল অধিনায়ক রোহিত পাওদেল। ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। মাত্র ৯ রানেই হারায় প্রথম দুই উইকেট। ৫৫ রানে তৃতীয় উইকেট চলে যাওয়ার পর দলের হাল ধরেন অধিনায়ক শাই হোপ ও নিকোলাস পুরান।
চতুর্থ উইকেট জুটিতে দুজন গড়েন ২১৬ রানের বিশাল জুটি। সেঞ্চুরি তুলে নেন দুজনই। ১২৯ বলে ১৩২ রান করেন হোপ। পুরান খেলেন ৯৪ বলে ১১৫ রানের ইনিংস। এই দুজনের গড়ে দেওয়া ভিতটাকে আরেকটু শক্ত করেন শেষ দিকে ১৪ বলে ২৯ রানের ক্যামিও খেলা রভম্যান পাওয়েল। এতেই ক্যারিবিয়ানরা পায় ৩৩৯ রানের বড় সংগ্রহ।
নেপালের পক্ষে তিন উইকেট শিকার করেন ললিত রাজবানসি আর সন্দ্বীপ লামিচানে পান এক উইকেট।
বিশাল লক্ষ্যের পিছু ছুটতে গিয়ে পাঁচ রানেই প্রথম উইকেট হারায় নেপাল। রান ৫০ হওয়ার আগেই সাজঘরে ফেরেন নেপালের তিন ব্যাটার। এরপর কিছুটা চেষ্টা করেন আরিফ শেখ (৬৩), গুলশান ঝা (৪২) ও অধিনায়ক রোহিত (৩০)। কিন্তু, তাদের রানগুলো কেবল হারের ব্যবধান আরও বড় হওয়া থেকে নেপালকে বাঁচিয়েছে। ৫০তম ওভারের দুই বল বাকি থাকতেই ২৩৮ রানে অলআউট হয় তারা।
ক্যারিবিয়ানদের পক্ষে তিন উইকেট নেন জেসন হোল্ডার। কিমো পল পান দুই উইকেট। এর আগে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩৯ রানে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।