ভারতকে হারিয়ে বাংলাদেশের সান্ত্বনার জয়
দ্বিতীয় ম্যাচে তীরে এসে তরী ডুবেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। জয়ের সুবর্ণ সুযোগ থাকলেও, শেষ মুহুর্তের চাপ সামাল দিতে না পারায় সিরিজ হারের স্বাদ পেতে হয় নিগার সুলতানার দলকে। তবে এবার আর ভুল করেনি বাংলাদেশ। তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে পেয়েছে বড় জয়ের দেখা।
আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১০২ রান তোলে সফরকারী ভারত। জবাবে মাত্র ১৮.২ ওভারে ৬ উইকেটে হারিয়ে জয় পায় স্বাগতিকরা। যা দেশের মাটিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়।
১০৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সাথী রানীর উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১২রানের মাথায় মিনু মানীর বলে স্মৃতি মান্দানার হাতে ক্যাচ তুলে সাজঘরের পথ ধরেন সাথী। এরপর দ্বিতীয় উইকেট হারাতেও খুব বেশি সময় লাগেনি বাংলাদেশের। দলীয় ১৬ রানের মাথায় রান আউট হয়ে ফেরেন দিলারা আক্তার। দ্রুতই দুই উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে স্বাগতিকরা।
তবে শামীমা সুলতানা ও নিগার সুলতানার ব্যাটে সেই চাপ সামাল দেয় বাংলাদেশ। এই দুই ব্যাটার মিলে গড়েন ৪৬ রানের দুর্দান্ত জুটি। মূলত এই জুটিতেই জয়ের ভিত গড়ে ফেলে বাংলাদেশ। দলীয় ৬২ রানের মাথায় অধিনায়ক নিগারের বিদায়ে ভাঙে এই জুটি। ২০ বলে ১৪ রান করেন নিগার।
এরপর সুলতানা, রিতু, নাহিদাদের সঙ্গে ছোট ছোট জুটি গড়ে জয়ের পথ সহজ করেন শামীমা। যদিও দলীয় ৮৫ রানে ৪৬ বলে ব্যক্তিগত ৪২ রানে আউট হন শামীমা। তবে তিনি আউট হলেও পরের ব্যাটারদের জয় পেতে কষ্ট হয়নি। ৪ উইকেট হাতে রেখেই জয় পায় স্বাগতিকরা।
এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ব্যাট হাতে ভালো শুরু করতে পারেননি ভারতের দুই ওপেনার স্মৃতি মান্দানা ও শেফালী ভার্মা। দলীয় ৭ রানের মাথায় অভিজ্ঞ ব্যাটার স্মৃতি বিদায় নিলে কিছুটা চাপে পড়ে ভারত। সেই চাপ আরও বাড়ে দলীয় ২০ রানে শেফালীর বিদায়ে। এরপর অবশ্য জেমিমাহ রদ্রিগেজকে নিয়ে জুটি গড়েন অধিনায়ক হারমানপ্রীত কৌর। এই দুইজনের ৪৫ রানের জুটিতে বড় সংগ্রহ গড়ার ইঙ্গিত দেয় সফরকারীরা।
যদিও শেষদিকে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশকিছু উইকেট হারায় ভারত। শেষমেশ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০২ রানের বেশি তুলতে পারেনি সফরকারীরা।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ১০২/৯ (স্মৃতি ১, শেফলী ১১, জেমিমাহ ২৮, হারমানপ্রীত ৪০, ভাটিয়া ১২, কৌর ২, পূজা ২, দিপ্তী ৪, মিন্নু ১, দেবিকা ১; মারুফা ৩-০-১৫-০, সুলতানা ৪-০-১৭-২, নাহিদা ৪-০-২৩-১, ফাহিমা ৪-০-২৫-১, রাবেয়া ৪-০-১৬-৩, স্বর্না ১-০-৬-১)
বাংলাদেশ : ১৮.২ ওভারে ১০৩/৬ (সাথী ১০, শামীমা ৪২, দিলারা ১, নিগার ১৪, স্বর্না ২, সুলতানা ১২, রিতু ৭, নাহিদা ১০; দিপ্তী ৩.২-০-১৫-০, মিন্নু ৪-০-২৮-২, রাশি ৪-০-৩১-০, দেবিকা ৪-০-১৬-২, শেফালী ১-০-৪-০, জেমিমাহ ২-০-৯-১)।
ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী
সিরিজ: ভারত ২-১ ব্যবধানে জয়ী