বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় সমতায় ফিরল ভারত
প্রথমবারের মত দেশের মাটিতে ভারতের বিপক্ষে জয়। যা বাংলাদেশের নারীদের ক্রিকেটের অন্যতম বড় অর্জনের একটি। প্রথম ওয়ানডে জয়ের পর বাংলাদেশের সামনে সুযোগ ছিল দ্বিতীয় ওয়ানডেতে জিতে সিরিজ নিজেদের করে নেওয়ার। সেই সুযোগ কাজে লাগাতে পারেনি নাহিদা-নিগাররা। ১০৮ রানের বড় জয়ে সমতায় ফিরেছে সফরকারী ভারত।
আজ বুধবার (১৯ জুলাই) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২২৮ রান তোলে ভারত। জবাবে সব উইকেট হারিয়ে ১২০ রানের বেশি তুলতে পারেনি স্বাগতিক বাংলাদেশ।
লক্ষ্যটা ২২৯ রান। যা মিরপুরে পিচে তাড়া করা মোটেও সহজ কাজ নয়। এই কঠিন কাজটাকে করতে পারল না বাংলাদেশও। চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। দলীয় ১৪ রানের মাথায় দুই ওপেনার মুর্শিদা খাতুন ও শারমিন আক্তারের বিদায়ে বড় ধাক্কা খায় স্বাগতিকরা। সেই ধাক্কা সামলে কিছুটা আশা দেখালেও জুটি বড় করতে পারেনি ফারজানা হক-লতা মন্ডল।
দলীয় ৩৮ রানের সময় ২৩ বলে ৯ রান করে ফেরেন লতা। দ্রুতই তিন উইকেট হারিয়ে চাপ আরও বাড়ে বাংলাদেশের। তবে সেই চাপ বেশ ভালোভাবেই সামাল দেন রিতু-ফারজানা জুটি। এই দুইজনের ৬৮ রানের জুটি আশা দেখাচ্ছিল স্বাগতিকদের। তবে ফের ছন্দপতন। দলীয় ১০৬ রানের মাথায় ৮১ বলে ৪৭ করে ফারজানা ও ৪৬ বলে ২৭ রানে রিতু বিদায় নিলে বাংলাদেশের জয়ের আশা কার্যত শেষ হয়ে যায়।
এরপর শেষদিকের ব্যাটারা মিলে স্কোরবোর্ডে আর ১৪ রানের বেশি যোগ করতে পারেনি। ১২০ রানেই থামতে হয় বাংলাদেশকে। ভারতের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন রদ্রিগেজ।
এর আগে ব্যাটিংয়ে নেমে খুব একটা ভালো শুরু করতে পারেনি ভারত। দলীয় ১৭ রানের মাথায় ওপেনার প্রিয়া পুনিয়াকে হারায় সফরকারীরা। ১৩ বলে ৭ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার। এরপর অবশ্য চাপ সামাল দিয়ে ব্যাটিং করেন স্মৃতি মান্দানা ও ইয়াস্তিকা ভাটিয়া। দলীয় ৪০ রানে রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেন ভাটিয়া। ২৩ বলে ১৫ রান আসে তার ব্যাট থেকে। এরপর তৃতীয় উইকেট হারাতেও খুব বেশি সময় লাগেনি সফরকারীদের। দলীয় ৬৮ রানের মাথায় অভিজ্ঞ ব্যাটার স্মৃতি ফিরলে বড় ধাক্কা খায় ভারত। ৫৮ বলে ৩৬ রান করেন তিনি।
এরপর অবশ্য দৃশ্যপট পাল্টে যায়। অধিনায়ক হারমানপ্রীত কৌর ও জেমিমাহ রদ্রিগেজ মিলে গড়েন ১৩১ রানের অনবদ্য এক জুটি। মূলত এই জুটিতে চ্যালেঞ্জিং স্কোরের ভিত। হারমানপ্রীত ৮৮ বলে ৫২ ও রদ্রিগেজ ৭৮ বলে ৮৬ রান করে আউট হন। এই দুইজনের বিদায়ের পর আর খুব বেশি রান করতে পারেনি ভারত। দ্রুতই একাধিক উইকেট হারিয়ে ২২৮ এর বেশি তুলতে পারেনি সফরকারীরা।
সংক্ষিপ্ত স্কোর
ভারত : ৫০ ওভারে ২২৮/৮ (স্মৃতি ৩৬, প্রিয়া ৭, ভাটিয়া ১৫, কৌর ৫২, রদ্রিগেজ ৮৬, হারলিন ২৫, দিপ্তি ০, আমানজত ৩, রানা ১; মারুফা ১০-১-৪৯-১, সুলতানা ১০-০-৪১-২, নাহিদা ১০-১-৩৭-২, ফাহিমা ১০-০-৫৬-০, রাবেয়া ১০-০-৪৪-১)।
বাংলাদেশ : ৩৫.১ ওভারে ১২০ (মুশির্দা ১২, শারমিন ২, ফারজানা ৪৭, লতা ৯, রিতু ২৭, নিগার ৩, রাবেয়া ১, নাহিদা ২, ফাহিমা ৬, সুলতানা ০, মারুফা ১; মেঘনা ৭-২-২৭-১, দিপ্তি ৬-২-৭-১, আমানজত ৫-০-২৪-০, রানা ৬-০-২৬-১, দেবিকা ৮-০-৩০-৩, জেমিমাহ ৩.১-০-৩-০)।
ফল : ১০৮ রানে জিতেছে ভারত।
সিরিজ : তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা।