সাকিবের ফর্মে ফেরার ম্যাচে মন্ট্রিয়েলের হার
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে এক ম্যাচ পরই ছন্দে ফিরেছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের ফর্মে ফেরার ম্যাচে অবশ্য জিততে পারেনি তার দল। ব্রামটন উলভসের কাছে ১৫ রানে হেরেছে সাকিবে মন্ট্রিয়েল টাইগার্স।
গতকাল বুধবার(২৬ জুলাই) ব্রামটন উলভসের বিপক্ষে প্রথমে বল হাতে চার ওভারে ২৫ রান দিয়ে অ্যারন জনসনের উইকেট শিকার করেন সাকিব। সাকিবদের নিয়ন্ত্রিত বোলিংয়ে উলভসকে ১৪৩ রানে অলআউট করে মন্ট্রিয়েল। কিন্তু, ব্যাট হাতে এই অল্প রান পার হতে ব্যর্থ হয় মন্ট্রিয়েল।
ওয়ান ডাউনে নেমে সাকিব খেলেন ২১ বলে ২৮ রানের ইনিংস। চারটি চার ও একটি ছয়ের মারে সম্ভাবনাময় ইনিংসটি থামে শহিদ আহমদজাইয়ের বলে বোল্ড হয়ে।
শেষ পর্যন্ত ১২৮ রানে অলআউট হয় মন্ট্রিয়েল টাইগার্স। হার মানে ১৫ রানে।
প্রথম দুই ম্যাচে সাকিবের চমৎকার অলরাউন্ডিং পারফর্ম্যান্স উপহার দেন সাকিব। প্রথম ম্যাচে সারে জাগুয়ার্সের বিপক্ষে বল হাতে ১৮ রানে তিন উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে খেলেন ১৩ বলে ২৬ রানের ইনিংস। দ্বিতীয় ম্যাচে মিসিসগা প্যান্থার্সের বিপক্ষে বল হাতে ২৮ রানে এক উইকেট নেওয়া সাকিব ব্যাট হাতে খেলেন ২৪ বলে ৩৬ রানের চমৎকার ইনিংস। দুই ম্যাচেই জয়ের হাসি হেসেছে তার দল মন্ট্রিয়েল।
তৃতীয় ম্যাচে চার ওভারে ৪১ রান দিয়ে উইকেটশূন্য থাকা সাকিব ব্যাট হাতেও ছিলেন বিবর্ণ। করেন মাত্র ১২ রান। তবে, এক ম্যাচ পরই আবার দেখা মিলল চেনা সাকিব আল হাসানের।