সুইডেনের কাছে হেরে আর্জেন্টিনার লজ্জার বিদায়
আর্জেন্টিনা পুরুষ জাতীয় দল ও নারী জাতীয় দলে যেন আকাশ-পাতাল তফাৎ। ছেলেরা যেখানে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে দাপিয়ে বেড়াচ্ছে, নারীরা সেখানে মুখ থুবড়ে পড়ল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে।
অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে চলমান ফিফা নারী বিশ্বকাপে তিন ম্যাচের কোনোটিতেই জয়ের মুখ দেখেনি আর্জেন্টিনা। আজ বুধবার (২ আগস্ট) গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইডেনের কাছে ২-০ গোলে হেরে শেষ হয় আকাশী-নীল নারীদের বিশ্বকাপযাত্রা।
নিউজিল্যান্ডের হ্যামিল্টনের ওয়াইকাটো স্টেডিয়ামে মাঠে নামার আগেই আর্জেন্টিনার বিদায় প্রায় নিশ্চিত ছিল। দুই ম্যাচে এক হার ও এক ড্রয়ে ‘জি’ গ্রুপে টেবিলের তলানিতে ছিল তারা। অন্যদিকে, টানা দুই জয়ে সুইডেনের পরের পর্ব নিশ্চিত হয়েছিল আগে। এ দিন ম্যাচে শুরুটাও ফেভারিটের মতোই করে সুইডেন।
শুরুর দিকে বেশ কয়েকটি বিচ্ছিন্ন আক্রমণ করেছিল আর্জেন্টাইনরা। সেসবে সুফল আসেনি। বরং, সুইডিশদের কয়েকটি আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তারা। প্রথমার্ধে একাধিক আক্রমণের পরেও অবশ্য গোলের দেখা পায়নি সুইডেন। গোল শূন্য থেকে বিরতিতে যায় দুদল।
বিরতির পর আর্জেন্টিনাকে সুযোগ না দিয়ে ৬৬ মিনিটে প্রথম গোলের দেখা পায় সুইডিশ নারীরা। রেবেকা ব্লমভিস্টের গোলে এগিয়ে যায় সুইডেন। ৯০ মিনিটে পেনাল্টি থেকে দলের পক্ষে দ্বিতীয় গোল করেন এলিন রুবেনসন। তাতেই নিশ্চিত হয় আর্জেন্টিনার মেয়েদের আরেকটি হার।
তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে তলানিতে থেকে লজ্জার বিদায় নিয়েছে আলবিসেলেস্তেরা। তিন ম্যাচে দুই গোল দিয়ে হজম করেছে পাঁচটি। ‘জি’ গ্রুপের অন্য ম্যাচে ইতালিকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলোয় সুইডেনের সঙ্গী হয়েছে দক্ষিণ আফ্রিকা।