বাড়ি বাড়ি সিলিন্ডার পৌঁছে দেওয়া বাবাকে বিশ্রাম দিতে চান রিঙ্কু
ছোটবেলা থেকেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিলেন রিঙ্কু সিংহ। কিন্তু অভাবের সংসারে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখাও যে বিলাসিতা। রিঙ্কু তবুও স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন সত্যি করার যাবতীয় চেষ্টাও করেছেন। মনের মধ্যে লালিত স্বপ্নকে রূপ দিয়েছে বাস্তবে।
আইপিএল নিজেকে প্রমাণ করেছেন বিশ্বের কাছে। এরপর সুযোগ পেয়েছেন প্রথমে এশিয়ান গেমসে। এবার জাতীয় দলেও সুযোগ হয়ে গেল তাঁর। আয়ারল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন আইপিএল কাঁপানো রিঙ্কু।
রিঙ্কুর এখন লক্ষ্য যতটা পারবেন দলের জন্য ভূমিকা রাখা আর বাড়ি বাড়ি সিলিন্ডার পৌঁছে দেওয়া বাবাকে এবার বিশ্রাম দেওয়া।
ভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে রিঙ্কু বলেছেন, ‘আমার কাজ এখন শুধু রান করা। ম্যাচ খেলতে পারলে ভাল খেলার চেষ্টা করব। এর থেকে বেশি ভাবছি না। বর্তমানটা নিয়ে বাঁচতে ভালবাসি। সৃষ্টা নিশ্চয়ই আমাকে এ ভাবেই আশীর্বাদ করবেন। পরিশ্রমটাই শুধু আমার নিয়ন্ত্রণে রয়েছে। সেটাই ভাল করে করতে চাই। বাবা-মা, ভাই, ছোটবেলার কোচ মাসুদ আমিনি সবাই খুশি। সবাই চাইত আমি ভারতের হয়ে খেলি।’
রিঙ্কু সিংহ ছোটবেলা থেকে বাবাকে দেখেছেন বাড়ি বাড়ি রান্নার গ্যাস সিলিন্ডার বয়ে নিয়ে যেতে। পরের দিকে নিজেও সেই কাজ করেছেন। তবে, ক্রিকেট পরিস্থিতি বদলে দিয়েছে। রিঙ্কু কিনেছেন নতুন বাড়ি। এবার চান বাবাকে পুরোপুরি বিশ্রাম দিতে। তিনি বলেছেন, ‘বাবাকে বলেছি এবার তুমি আরাম করো। কিন্তু এখনও সিলিন্ডার বয়ে নিয়ে যাচ্ছে। ওই কাজটা উনি ভালবাসে। কিছু কিছু সময়ে আমিও ব্যাপারটা বুঝি। জানি যে বাড়িতে আরাম করা শুরু করলে খুব তাড়াতাড়ি একঘেয়ে লাগবে। সারা জীবন ধরে যদি কেউ কাজ করেই যায়, তা হলে সে নিজে না চাইলে থামানো সম্ভব নয়।’