মেসির দলবদল নিয়ে প্রশ্ন তোলা মার্সম্যানের চুক্তি বাতিল
ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ক্লাবে যোগ দেওয়ার আগে মেসির দলবদল নিয়ে প্রশ্ন তুলেছিলেন মায়ামির গোলরক্ষক নিক মার্সম্যান। যা ভালোভাবে নেয়নি ক্লাব কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, সেই মন্তব্যের জেরেই তার সঙ্গে চুক্তি বাতিল করেছে ক্লাবটি।
আজ মঙ্গলবার (৮ আগস্ট) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদনে জানানো হয়, মেসির মায়ামিতে যোগ দেওয়ার আগে ইএসপিএনকে একটি সাক্ষাৎকার দিয়েছেন মার্সম্যান। সেখানে মেসির মায়ামিতে আসা ক্লাবের বেশকিছু ঘাটতির কথা তুলে ধরেছিলেন তিনি। এর জেরেই হয়তো ক্লাবের চক্ষুশূল হয়ে গিয়েছিলেন ৩২ বছর বয়সী এই গোলরক্ষক।
ওই সময় মার্সম্যান বলেছিলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই ক্লাবটি মেসির আগমনের জন্য প্রস্তুত নয়। আমাদের একটি অস্থায়ী স্টেডিয়াম আছে, মানুষজন মাঠে হাঁটতে পারে, সেখানে কোনো গেট নেই। আমরা নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই স্টেডিয়ামের উদ্দেশে রওনা দেই। আমার মনে হয়, তারা প্রস্তুত নয়। কিন্তু, আমি আশা করি, সে আসবে।'
২০২১ সালে ডাচ ক্লাব ফেইনুর্ড থেকে মায়ামিতে যোগ দিয়েছিলেন মার্সম্যান। এরপর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ২৯টি ম্যাচ। মেসি যোগ দেওয়ার পর পাল্টে গেছে ক্লাবটির চেহারা। প্রতি ম্যাচেই গোল করে দলকে জিতিয়ে মাঠ ছাড়ছেন এই তারকা ফুটবলাহজর। শুধু মায়ামি নয়, পুরো যুক্তরাষ্ট্রের ফুটবলে বিরাট প্রভাব ফেলেছেন তিনি। ফুটবলে আগ্রহ বেড়েছে সমর্থকদের। সব টিকিট বিক্রি হয়ে যাচ্ছে নিমিষেই।