বড় জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
ফিফা নারী বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মরক্কোর বিপক্ষে বড় জয় পেয়েছে ফ্রান্স। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের হিন্দমার্শ স্টেডিয়ামে আজ মঙ্গলবার (৮ আগস্ট) মরক্কোকে ৪-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ফরাসি নারীরা।
মরক্কোর বিপক্ষে ম্যাচে ফেভারিট হয়ে মাঠে নামে ফ্রান্স। সেই ধারা অব্যাহত রাখে পুরো ম্যাচে। প্রথম মিনিট থেকেই আধিপত্য বিস্তার করে খেলে লা ব্লুরা। তাদের আক্রমণাত্মক ফুটবলের সামনে টিকতে পারেনি মরক্কান রক্ষণভাগ। ১৫ মিনিটে কাদিদিয়াতু দিয়ানির গোলে এগিয়ে যায় ফ্রান্স।
দ্বিতীয় গোল আসে ম্যাচের ২০ মিনিটে। এবার স্কোরশিটে নাম লেখান কেনজা দালি। ২৩ মিনিটে ইয়ুগনি সমারের গোলে ব্যবধান ৩-০ করে ফ্রান্স। আট মিনিটের এক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় মরক্কো। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি আফ্রিকার দেশটি।
প্রথমার্ধে তিন গোলের লিড নিয়ে বিরতিতে যায় ফ্রান্স। বিরতি থেকে ফিরে আবারও আক্রমণ করে দালি-সমাররা। ৭০ মিনিটে দলের পক্ষে চতুর্থ এবং ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন সমার। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। টুর্নামেন্ট থেকে বিদায় নেয় মরোক্কান নারীরা।
শেষ ষোলোর আরেক ম্যাচে কাটালিনা উসমির একমাত্র গোলে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে কলম্বিয়া।