সাকিবের মিতব্যয়ী বোলিংয়ে গল টাইটান্সের সহজ জয়
লঙ্কা প্রিমিয়ার লিগে আজ রোববার (১৩ আগস্ট) জাফনা কিংসের বিপক্ষে সহজ জয় পেয়েছে গল টাইটান্স। সাকিব আল হাসানদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি জাফনার ব্যাটাররা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে জাফনাকে সাত উইকেটে হারিয়েছে সাকিবের গল।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮৯ রানে অলআউট হয় জাফনা। জবাবে ১৩.৩ ওভারে তিন উইকেট হারিয়ে ৯০ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে গল।
এক রানে প্রথম উইকেট হারানো জাফনার রান যখন সাত, তখন টানা তিন উইকেটের পতন ঘটে। সেখান থেকে ম্যাচে আর দাঁড়াতে পারেনি তারা। দুনিথ ভেল্লালাগে করেন ৩১ বলে সর্বোচ্চ ২২ রান। অধিনায়ক থিসারা পেরেরা ৯ বলে ১৩ রান করেন।
বল হাতে গলের পক্ষে ২০ রানে চার উইকেট নেন কাসুন রাজিথা। চার ওভারে ১৩ রান দিয়ে এক উইকেট পান সাকিব।
জবাব দিতে নেমে টিম সেইফার্টের ৪২ বলে ৫৫ রানের ইনিংসেই জয় নিশ্চিত হয়ে যায় গলের। শেষ দিকে নেমে চার বলে দুই রান করে শোয়েব মালিকের বলে আউট হন সাকিব। তবে, এতে দলের জয় পেতে সমস্যা হয়নি কোনো।