ফিক্সিং ইস্যুতে সাবেক লঙ্কান স্পিনারকে নিষেধাজ্ঞা দিলেন আদালত
শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের সাবেক অফস্পিনার সচিত্র সেনানায়েকেকে ফিক্সিং ইস্যুতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির আদালত। আজ সোমবার (১৪ আগস্ট) সেনানায়েকের আগামী তিন মাসের জন্য দেশের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে রায় দেয় কলম্বোর চিফ ম্যাজিস্ট্রেট কোর্ট। একই সঙ্গে দেশটির অভিবাসন ও প্রত্যাবাসন বিভাগের নিয়ন্ত্রক বরাবর নির্দেশনা দেওয়া হয়। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।
আজ হিন্দুস্তান টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে লঙ্কান প্রিমিয়ার লিগের একটি ম্যাচে ম্যাচ পাতানোর চেষ্টা করেছিলেন সেনানায়েকে। তার বিরুদ্ধে অভিযোগ, একটি ম্যাচের আগে দুইজন ক্রিকেটারকে ফোন করে ম্যাচ ফিক্সিংয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন তিনি।
২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত শ্রীলঙ্কার জার্সিতে একটি টেস্ট, ৪৯টি ওয়ানডে ও ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন সেনানায়েকে। ৩৮ বছর বয়সী এই সাবেক স্পিনার খেলোয়াড় থাকাকালীন বিতর্কিত হয়েছিলেন মানকাডিং (বোলার বল করার আগে নন-স্ট্রাইকের ব্যাটার দাগ ছেড়ে বেরিয়ে গেলে বোলার তখন স্ট্যাম্প ভাঙলে, তাকে মানকাডিং বলে) ইস্যুতেও।