লিটনের টানা ব্যর্থতায় ফিকে সাকিবের ফর্ম
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ লিটন দাস। প্রথম ম্যাচের পর এদিনও ভালো করতে পারেননি লিটন। জিততে পারেনি তার দল গল টাইটান্স। আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) এলপিএলের প্রথম কোয়ালিফায়ারে ডাম্বুলা অরার মুখোমুখি হয় গল টাইটান্স। ম্যাচে ডাম্বুলার কাছে ছয় উইকেটের ব্যবধানে হেরেছে লিটন ও সাকিবের দল। লিটন খারাপ খেললেও সাকিব আল হাসান ছিলেন চেনা ছন্দে।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৪৬ রানে অলআউট হয় গল। জবাবে ১৯.৪ ওভারে চার উইকেট হারিয়ে ১৪৭ রান করে ডাম্বুলা।
লঙ্কা প্রিমিয়ার লিগে নিজের প্রথম ম্যাচে গত ১৫ আগস্ট কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামেন লিটন। কিন্তু, মাত্র চার বল খেলে এক রান করেন তিনি। সে ম্যাচে দল জিতে যাওয়ায় সমস্যা হয়নি। তবে, আজও দলের প্রয়োজনে রান করতে ব্যর্থ লিটন। সাত বলে আট রান করে আউট হন বাংলাদেশি ওপেনার।
লিটন না পারলেও সাকিব ছিলেন ছন্দে। ব্যাট হাতে ১৭ বলে ১৯ রানের পাশাপাশি বল হাতে ছিলেন মিতব্যয়ী। চার ওভারে ২৩ রানে নিয়েছেন এক উইকেট। যদিও, শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি।