চোটের কারণে পুরো আফ্রিকা সিরিজ থেকে বাদ স্মিথ
চলতি মাসের শেষ সপ্তাহ থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সিরিজে অসিদের আতিথ্য দেবে দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে এই সিরিজ থেকে পুরোপুরি ছিটকে গেলেন অসি তারকা স্টিভেন স্মিথ। এ ছাড়া, আফ্রিকা সফর মিস করবেন পেসার মিচেল স্টার্ক। খবর ইএসপিএনক্রিকইনফোর।
আজ শুক্রবার (১৮ আগস্ট) একটি প্রতিবেদনে ইএসপিএনক্রিকইনফো জানায়, কব্জির চোটের কারণে পুরো দক্ষিণ আফ্রিকা সিরিজ মিস করবেন স্মিথ। অন্যদিকে, কুঁচকির চোটের কারণে এই সিরিজে খেলবেন না স্টার্ক। কব্জির চোটে আগে থেকেই বিশ্রাম দেওয়া হয়েছিল আরেক পেসার প্যাট কামিন্সকে।
স্মিথের জায়গায় টি-টোয়েন্টিতে সুযোগ পেয়েছেন অ্যাস্টন টার্নার। আর ওয়ানডে সিরিজে খেলবেন মার্নাস লাবুশেন। স্টার্কের পরিবর্তে এই সফরে রাখা হয়েছে মিডিয়াম পেসার স্পেনসার জনসনকে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ ও অ্যাশেজের দীর্ঘ ক্লান্তির ছাপ পড়েছে খেলোয়াড়দের ওপর। ওয়ানডে বিশ্বকাপের আগে তাদের নিয়ে কোনো ঝুঁকি নেব না আমরা। আফ্রিকা সিরিজ শেষে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন জনকেই দলে প্রত্যাশা করছি। আমাদের নজর বিশ্বকাপের দিকে।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে না খেললেও দলের সঙ্গে আফ্রিকা সফরে যাবেন প্যাট কামিন্স।
৩০ আগস্ট থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজ ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ১৭ সেপ্টেম্বর।