এলপিএল শেষে দুবাইয়ে স্বর্ণের দোকানের অফিস উদ্বোধনে সাকিব
সাকিব আল হাসানের ব্যস্ততার শেষ নেই। এইতো লঙ্কান লিগে খেলেছেন ২৪ ঘণ্টাও পার হয়নি। এর মধ্যেই তার গন্তব্য দুবাই। শ্রীলঙ্কার ক্রিকেট লিগ এলপিএলে নিজের যাত্রা শেষ হতে না হতেই সাকিব উড়াল দিলেন দুবাইয়ে দোকানের অফিস উদ্বোধনে।
মাঠের খেলায় সাকিব নিজেকে উজাড় করে দেন। জাতীয় দল থেকে ফ্র্যাঞ্চাইজি লিগ—সব মঞ্চই কাঁপিয়ে বেড়ান। মাঠের ব্যস্ততার পাশাপাশি মাঠের বাইরেও বিজ্ঞাপনের বাজারে তার উপস্থিতি সরব।
আজ রোববার (২০ আগস্ট) দুবাইয়ের ডেরা গোল্ড সুকের সেরিনা প্লাজাতে এনআরআই জুয়েলার্স নামের এক স্বর্ণের দোকানের অফিস উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন সাকিব। এনআরআই জুয়েলার্স তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। এ ছাড়া সাকিব নিজেও একই ভিডিও বার্তায় খবরটি নিশ্চিত করেন।
আয়োজকদের এক কর্মকর্তা জাহিদ মারুফ এনটিভি অনলাইনকে জানিয়েছেন, শ্রীলঙ্কা থেকে খেলা শেষ করেই দুবাইতে স্বর্ণের দোকানের অফিস উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সাকিব। বিশ্বসেরা তারকা ছাড়াও বাংলাদেশের আরও এক ক্রিকেটার অনুষ্ঠানে যোগ দিবেন বলে জানান তিনি।
এ ছাড়া অনুষ্ঠানের ব্যাপারে ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘বিশ্বখ্যাত গোল্ডমার্কেট দুবাইয়ে আমি সাকিব আল হাসান আসছি ২০শে আগস্ট। এনআরআই জুয়েলার্সের হোলসেল অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে। অফিস নং-৩১১, সেরিনা প্লাজা, বিল্ডিং-৩, ডেরা ইনরিচ প্রজেক্ট, ডেরা গোল্ড সুক মেট্রো স্টোশনের পাশে।’
‘এনআরআই জুয়েলারিতে পাবেন হোলসেল প্রাইজে টিটি বার, কিলোবার, আউন্স ও বিপুল পরিমাণ জুয়েলারির সমাহার। বিশেষ আকর্ষণ থাকছে বাই করলে সেটা সেলও করতে পারবেন এনআরআই জুয়েলারিতে। আপনি আসছেনতো? দেখা হচ্ছে ২০ আগস্ট সন্ধ্যায় এনআরআই জুয়েলরির অফিস উদ্বোধন অনুষ্ঠানে।’
এর আগে গত মার্চে আরাভ জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকান উদ্বোধনে গিয়ে সমালোচনার জন্ম দিয়েছিলেন সাকিব। সেই আয়োজন ঘিরে দুবাই গোল্ডসুকে ভিড় করেন হাজার হাজার মানুষ। প্রবাসী বাংলাদেশি থেকে শুরু করে বিভিন্ন দেশের অসংখ্য মানুষ সেখানে জড়ো হন।