আশরাফুলসহ দুবাইতে স্বর্ণের দোকানের অফিস উদ্বোধনে সাকিব
সাকিব আল হাসান যেন ক্লান্তিহীন এক প্রাণ। মাঠ ও মাঠের বাইরে সফলতার সঙ্গে নিজেকে কীভাবে সমন্বয় করতে হয়, তিনি বেশ ভালোভাবেই জানেন। কানাডা ও শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের টানা ব্যস্ততা শেষ করে সাকিব আল হাসান এখন দুবাইতে। আজ রোববার (২০ আগস্ট) দুবাইয়ে একটি স্বর্ণের দোকানের অফিস উদ্বোধন করেন তিনি। সাকিবের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
দুবাইয়ের ডেরা গোল্ড সুকের সেরিনা প্লাজাতে এনআরআই জুয়েলার্স নামক স্বর্ণের দোকানটির অফিস উদ্বোধন করতে আজ দুপুরে দুবাই পৌঁছান সাকিব। দুবাই স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় দোকানটি উদ্বোধন করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। শ্রীলঙ্কায়
এলপিএলের দীর্ঘ ক্রিকেটের ক্লান্তি শেষ করার একদিনের মধ্যেই মরুর দেশে গেলেন সাকিব। এবার ফিরবেন এশিয়া কাপের অনুশীলনে।
দুবাইয়ের গোল্ডমার্কেটের খ্যাতি দুনিয়াজোড়া। এর আগে গত মার্চে দুবাইয়ে আরাভ জুয়েলার্স নামক একটি স্বর্ণের দোকান উদ্বোধনে গিয়েছিলেন সাকিব। সেবার বিতর্কিত হলেও এবার বেশ সাদরে তাকে গ্রহণ করেছে আয়োজক ও তার ভক্তরা।
এনআরআই জুয়েলার্সের হোলসেল অফিসটি দুবাই গোল্ডমার্কেটের অফিস নং-৩১১, সেরিনা প্লাজা, বিল্ডিং-৩, ডেরা ইনরিচ প্রজেক্ট, ডেরা গোল্ড সুক মেট্রো স্টোশনের পাশে অবস্থিত।
আয়োজক সংস্থার একজন জাহিদ মারুফ এনটিভি অনলাইনকে বলেছেন, ‘আজ দুপুর ১২টায় দুবাই আসেন সাকিব। এরপর সন্ধ্যায় যোগ দেন এনআরআই জুয়েলার্সের অনুষ্ঠানে। তার সাথে ছিলেন আশরাফুল।’
এর আগে সাকিব নিজে এনআরআই জুয়েলার্স নিয়ে নিজেই এক ভিডিও বার্তা দেন। জানান, সেখানে খুচরা ও পাইকারি মূল্যে পাওয়া যাবে টিটি বার, কিলোবার, আউন্স ও বিপুল পরিমাণ জুয়েলারির সমাহার। বিশেষ আকর্ষণ হিসেবে এনআরআই জুয়েলারিতে থাকছে কিছু কিনলে সেটা বিক্রিও করতে পারবেন সেখানে।
এর আগে এনআরআই জুয়েলার্স তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিওবার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।