হীরার চেয়ে স্বর্ণের ব্যবসা ভালো, বললেন সাকিব
দুবাইয়ে একটি স্বর্ণের দোকানের অফিস উদ্বোধন করেন সাকিব আল হাসান। সাকিবের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। দুবাইয়ের ডেরা গোল্ড সুকের সেরিনা প্লাজাতে এনআরআই জুয়েলার্স নামক স্বর্ণের দোকানটির অফিস উদ্বোধন করেন তারা। দুবাই স্থানীয় সময় গতকাল সন্ধ্যা ৭টায় দোকানটি উদ্বোধন করা হয়।
স্বর্ণের বাজার সবসময়ই চড়া থাকে। স্বর্ণের প্রতি সবার এক ধরণের দুর্বলতা থাকে। আর দুবাইয়ের গোল্ডমার্কেটের খ্যাতি দুনিয়াজোড়া। সেখানে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিরা স্বর্ণের ব্যবসায়ের সঙ্গে জড়িত। উদ্বোধন শেষে স্বর্ণের ব্যবসা নিয়ে কথা বলেন সাকিব।
সাকিব বলেন, ‘আদিকাল থেকেই ইতিহাস বলে স্বর্ণের ব্যবসা একটি ভালো ব্যবসা। আমি শুনিনি স্বর্ণের দাম কখনও কমেছে। সেক্ষেত্রে ব্যবসায়ীদের পাশাপাশি যারা (সাধারণ মানুষ) স্বর্ণ কিনে রাখে তাতেও কোনো লস নেই। সেদিক থেকে স্বর্ণ সবসময়ই ভালো। আমার কাছে তো মনে হয়, যদি কেউ বিনিয়োগের হিসাবে চিন্তা করে তাহলে ডায়মন্ড থেকে গোল্ড ভালো।’
সাকিবের উদ্বোধনকৃত এনআরআই জুয়েলার্সের হোলসেল অফিসটি দুবাই গোল্ডমার্কেটের অফিস নং-৩১১, সেরিনা প্লাজা, বিল্ডিং-৩, ডেরা ইনরিচ প্রজেক্ট, ডেরা গোল্ড সুক মেট্রো স্টোশনের পাশে অবস্থিত।
সেখানে খুচরা ও পাইকারি মূল্যে পাওয়া যাবে টিটি বার, কিলোবার, আউন্স ও বিপুল পরিমাণ জুয়েলারির সমাহার। বিশেষ আকর্ষণ হিসেবে এনআরআই জুয়েলারিতে থাকছে কিছু কিনলে সেটা বিক্রিও করতে পারবেন সেখানে।