এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে যা বললেন সাকিব
ব্যস্ত সূচিতে ঠাসা সাকিব আল হাসানের সময়। যেন ক্লান্তিহীন এক প্রাণ। মাঠ ও মাঠের বাইরে সফলতার সঙ্গে নিজেকে কীভাবে সমন্বয় করতে হয়, তিনি বেশ ভালোভাবেই জানেন। কানাডা ও শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের টানা ব্যস্ততা শেষ করে সাকিব দুবাইয়ে একটি স্বর্ণের দোকান উদ্বোধন করেন গত ২০ আগস্ট। দেশে ফিরে মঙ্গলবার (২২ আগস্ট) ঢাকা ও বরিশালে দুটো বাণিজ্যিক কাজে অংশ নেন সাকিব। দুই জায়গাতেই কথা বলেছেন ক্রিকেট নিয়ে।
আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। মাত্রই লঙ্কা প্রিমিয়ার লিগ শেষ করে আসা সাকিব এশিয়া কাপ নিয়ে বললেন, শ্রীলঙ্কায় খেলাটা ইতিবাচক ছিল তার জন্য।
সাকিব বলেন, ‘এশিয়া কাপে ওদের সঙ্গে ম্যাচ আছে আমাদের। তাদের সব খেলোয়াড়ের সঙ্গে খেললাম। মাঠ সম্পর্কে একটা ধারণা হলো, খেলোয়াড় সম্পর্কে ধারণা হলো। সেদিক থেকে বলব, ভালো একটি অভিজ্ঞতা ছিল ওখানে খেলাটা।’
এশিয়া কাপের পর ওয়ানডে বিশ্বকাপ। বরিশালে গিয়ে দুটো বড় ইভেন্ট নিয়ে নিজের ভাবনা জানিয়ে সাকিব বলেন, ‘দেশের মানুষ সবসময়ই আমাদের সমর্থন দেয়। আশা করি বরিশালের মানুষও এভাবে সাপোর্ট দেবে সবসময়। সবার সমর্থন নিয়ে আমরা সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ আছে, আশা করি সেখানে ভালো করব। আপাতত স্বপ্ন এশিয়া কাপ ও বিশ্বকাপ।’