প্রজ্ঞানন্দকে থামিয়ে দাবার বিশ্বকাপ ম্যাগনাস কার্লসেনের
ফিদে বিশ্বকাপ ২০২৩ শুরুর আগে ফেভারিট ছিলেন ম্যাগনাস কার্লসেন। শেষ পর্যন্ত শিরোপা উঠল তার হাতেই। ভারতের বিস্ময়বালক রমেশ প্রজ্ঞানন্দকে হারিয়ে প্রথমবারের মতো দাবার বিশ্বকাপ জিতলেন কার্লসেন। তিন দিন ও চার রাউন্ডের রুদ্ধশ্বাস লড়াই শেষে আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) শিরোপা নিজের করে নিলেন দাবার শীর্ষবাছাই কার্লসেন। খবর সিএনএনের।
সিএননের প্রতিবেদন মতে, আজারবাইজানের রাজধানী বাকুতে গত দুদিনের দুই রাউন্ডের ম্যাচই ড্র হয়। খেলা গড়ায় টাইব্রেকারে। আজ সেখানে আর প্রজ্ঞানন্দকে সুযোগ দেননি কার্লসেন। টাইব্রেকে টানা দুটি র্যাপিড গেমে জিতে চ্যাম্পিয়ন হন এই নরওয়েজিয়ান তারকা। তবে, ফাইনালে হেরেও শূন্য হাতে ফিরতে হচ্ছে না ভারতীয় বিস্ময় প্রজ্ঞানন্দকে। বিশ্বকাপে রানার্সআপ হয়ে তিনি জায়গা করে নিয়েছেন দাবার ক্যান্ডিডেট টুর্নামেন্টে।
৩৩ বছর বয়সী কার্লসেন পাঁচবারের বিশ্ব দাবা চ্যাম্পিয়ন। ছয়বার জিতেছেন বিশ্ব ব্লিটজ চ্যাম্পিয়নশিপ। চারবার জিতেছেন র্যাপিড দাবার শিরোপা। কিন্তু, এতদিন বিশ্বকাপ পাওয়া হয়নি তার। এবার শুরু থেকেই তাকে ধরা হচ্ছিল সম্ভাব্য চ্যাম্পিয়ন। সেমিফাইনাল পর্যন্ত নিজের গতিতে এগিয়ে এলেও ফাইনালে তাকে বেশ বড় পরীক্ষাতেই ফেলেন প্রজ্ঞানন্দ। দাবা বিশ্বকাপের সর্বকনিষ্ঠ ফাইনালিস্ট প্রজ্ঞানন্দকে শেষ পর্যন্ত হার মানতে হলো অভিজ্ঞতার কাছে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে দাবার এক নম্বর তারকা কার্লসেন পেলেন আরাধ্য বিশ্বকাপের ছোঁয়া।
এর মধ্য দিয়ে দাবার ব্যক্তিগত সব মেজর ট্রফি জিতলেন গ্র্যান্ডমাস্টার কার্লসেন। পূর্ণ করলেন কমপ্লিট চেজের চ্যালেঞ্জ।