সেই ফেসবুক পোস্টের রহস্য উন্মোচন করলেন সাকিব
বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত সাড়ে এগারোটায় নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেন সাকিব। দুই লাইনের পোস্টে সাকিব লেখেন, ‘আমি আর খেলবো না। খেলবে কে জানাচ্ছি…’ মাঝরাতে সাকিবের এমন পোস্টে শুরু হয় কানাঘুষা। তবে, ভক্তদের অনেকে সন্দেহ করছিলেন, এটি সাকিবের কোনো বিজ্ঞাপনি প্রচারণার অংশই হবে।
সেই ধারণাই সত্যি হলো। আজ শুক্রবার (২৫ আগস্ট) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিব জানালেন সেই পোস্টের রহস্য। মূলত, মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের একটি ক্যাম্পেইনের প্রচারণায় এমন হেয়ালিপনা করেছিলেন তিনি। নগদের সঙ্গে চুক্তিবদ্ধ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। আজ নিজের পেজে ১৫ সেকেন্ডের একটি ভিডিও দেন তিনি।
সেখানে সাকিব লেখেন, ‘আমি খেলব না। খেলবে এবার বাংলাদেশ। কারণ, নগদ নিয়ে এসেছে এমন এক খেলা, যা আগে কখনো হয়নি। নগদে মোবাইল রিচার্জে থাকছে সপ্তাহে সপ্তাহে গাড়ি! সাথে বিশ্বকাপের টিকেটসহ হাজার হাজার পুরস্কার। এখন খেলবে তো বাংলাদেশ!’
সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো দুটো আসর। তামিম ইকবাল দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর ওয়ানডে ক্রিকেটের দুটো মেগা ইভেন্টে অধিনায়কত্ব সাকিবের কাঁধে। সম্প্রতি সাকিব ব্যস্ত ছিলেন কানাডা ও শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে। খেলা শেষে দেশে ফিরে কয়েকটি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি।
সব ব্যস্ততা শেষে গতকাল বৃহস্পতিবার মিরপুরে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। কথা বলেছিলেন কোচ, সতীর্থদের সঙ্গে। যদিও, খেলেননি নিজেদের মধ্যে হওয়া প্রস্তুতি ম্যাচে।