বিশ্বকাপে আমরা ভয়ংকর দল হবো, বললেন সাকিব
নিজেদের দিনে বাংলাদেশ বেশ ভয়ংকর দল—এ কথাটি কমবেশি প্রচলিত। সত্যিই তাই, বাংলাদেশ যেদিন দল হিসেবে জ্বলে ওঠে সেদিন করতে পারে যে কোনো কিছুই। এই যেমন, পুরো এশিয়া কাপে ব্যর্থতার দোলাচালে ঘুরলেও কাল ভারতের বিপক্ষে দেখা গেছে চনমনে। টুর্নামেন্টের যে ভারতকে কেউ হারাতে পারেনি সেই ভারতকেই কাল হারের তিক্ত স্বাধ দিল বাংলাদেশ।
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচটিতে ভারতকে ৬ রানে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচে অধিনায়ক সাকিব আল হাসান ব্যাটে-বলে উজ্জ্বল থাকার পাশাপাশি নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। তাই ম্যাচ শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে তার হাতে।
বিশ্বকাপের আগে এমন জয় পুরো দলের আত্মবিশ্বাস বদলে দেবে। তাছাড়া বৈশ্বিক আসরের আগে টুর্নামেন্টের হট ফেভারিট দলকে হারানো কম কিছু নয়। বাংলাদেশ দেখিয়ে দিয়েছে নিজেদের দিনে তারা সব পারে।
অধিনায়ক সাকিবও ম্যাচের পর দিয়েছেন একই বার্তা। পুরস্কার বিতরণী মঞ্চে অধিনায়ক বলেছেন,‘আমাদের দলটা ভালো। একাধিক ক্রিকেটার ইনজুরিতে আছে। এ ছাড়া কিছু খেলোয়াড় বাইরে যাচ্ছে আবার ফিরছে। এটা আমাদের কাজে আসছে না। আমি মনে করি, বিশ্বকাপে আমরা ভয়ংকর দল হবো।’
এ ছাড়া সতীর্থদের বোলিংয়ের প্রশংসা করে সাকিব বলেছেন, ‘যখন শেখ মেহেদি বল করছিল, সহজ ছিল না। ও এসে আমাদের ব্রেক থ্রু দিয়েছে। সাধারণত অফ স্পিনার ডান হাতিদের উইকেট পায় না। ও আমাদের সেটা এনে দিয়েছিল। শেষদিকে টানা পাঁচ ওভার করাও সহজ ছিল না। আমার সাকিবকেও কৃতিত্ব দিতে হবে। সে নতুনভাবে যেভাবে বল করেছে, দুটা উইকেট এনে দিয়েছে। আমাদের দরকারি বিশ্বাসটা এনে দিয়েছে। ওখান থেকে আমরা ফিল্ডিংও ভালো করেছি। অনেক ইতিবাচক দিকই আছে।’