তামিম ইস্যুতে রাতে মুখ খুলবেন সাকিব
বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে অস্থিরতা। ফের আলোচনায় দুই সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসানের দ্বন্দ্ব। এরই মধ্যে বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তামিম। এবার সাকিবের পালা। রাতেই মুখ খুলবেন বিশ্বসেরা অলরাউন্ডার।
আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টায় বেসরকারি টেলিভিশন টি স্পোর্টসকে দেওয়া সাকিবের সাক্ষাৎকারটি প্রচারিত হবে। যেখানে তামিমের বিশ্বকাপ স্কোয়াডে না থাকার কারণ জানাবেন সাকিব।
এছাড়াও মিডল অর্ডারে তামিকে ব্যাট করতে বলা, দৃশ্যের বাইরে থেকে রিয়াদের হঠাৎ মঞ্চে প্রবেশ, বাংলাদেশ দলে এমন কী চলছে যে বিশ্বকাপের আগে অধিনায়কত্বই ছাড়তে চেয়েছিলেন সাকিব, বোর্ড সভাপতির সকল বিষয়ে উপস্থিতি, হাথুরুর কড়া মাস্টারি, কেমন আছে টিম-টাইগার্স, কেমন আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল? এমন নানা প্রশ্নের উত্তর মিলবে।
এর আগে বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বিশ্বকাপে দল থেকে এক প্রকার বাধ্য হয়েই নিজের নাম সরিয়ে নেওয়ার কথা জানান তামিম। এমনকি গত ৩-৪ মাস ধরে একটি মহল ইচ্ছাকৃতভাবে তার ওপর সবকিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।