তামিমের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সাকিব
গত দুই দিন ধরেই ভারত বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল নিয়ে নানা নাটক চলছে। অনেক জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত তামিমকে বাদ দিয়ে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিমকে নিচের দিকে খেলতে বলার যে প্রস্তাব দিয়েছে বোর্ড, তাতে দোষের কিছু নেই বলে মনে করেন সাকিব। এমনকি দলের প্রতি তামিমের দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেটের জন্য ছিল আলোচিত এক দিন। বিকেলে ওপেনার তামিম ইকবালের পর রাতে সাম্প্রতিক ইস্যুতে মুখ খোলেন অধিনায়ক সাকিব আল হাসান।
বিসিবির ওই প্রস্তাব মেনে নেওয়া উচিত ছিল তামিমের বলে মনে করেন সাকিব, 'বিষয়টি মেনে অবশ্যই আলোচনার রয়েছে, না আমি পারব, আমি এটা পারব, তোমার কি লাগবে। তুমি বল আমাকে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব দলের জন্য। তাহলেই আপনি টিমম্যান। অন্যথায় ওইভাবে চিন্তা করলে আপনি টিমম্যানই না। আপনি খেলছেন ব্যক্তিগত রেকর্ড এবং সাফল্যের জন্য। নিজের ফেম এবং নেমের জন্য। টিমের জন্য না।'
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার উদাহরণ টেনে বলেন, 'টিম আগে না, ব্যক্তি আগে। রোহিত শর্মার মতো খেলোয়াড় নম্বর সাত থেকে ওপেনার হিসেবে ১০ হাজার রান করে ফেলছে। ও যদি মাঝে মাঝে তিন চারে নামে বা ব্যাটিংয়ে না নামে এটা কি খুব একটা প্রবলেম হয়। এটা আমার কাছে মনে হয় একদম বাচ্চা মানুষের মতো যে আমার ব্যাট আমিই খেলব আর কেউ খেলতে পারবে না। জিনিসটা হচ্ছে এমন। টিমের প্রয়োজনে যে কেউ যে কোনো জায়গায় খেলতে রাজী থাকা উচিত। টিম প্রথমে, আপনি ব্যক্তিগতভাবে ১০০ করলেন ২০০ করলেন টিম হারল তাতে কিছুই আসে যায় না।'