বন্ধ হচ্ছে সাকিবের রেস্টুরেন্ট
বাংলাদেশের ক্রিকেটের ‘পোস্টার বয়’ সাকিব আল হাসান। দেশের করপোরেট জগতে সাকিবের পরিচয় কেবলই একজন ক্রিকেটার নয়। বরং নানামুখী বিনিয়োগ ও ব্যবসার মাধ্যমে করপোরেট জগতে নিজের আলাদা অবস্থান তৈরির চেষ্টায় বিশ্বসেরা এই অলরাউন্ডার। এবার বন্ধ হচ্ছে সাকিবের একটি রেস্টুরেন্ট।
গতকাল সোমবার (১৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের মালিকানাধীন রেস্টুরেন্ট সাকিব’স ৭৫ তাদের ফেসবুক পেজে একটি পোস্ট করে এমন তথ্য জানিয়েছে। তবে ঠিক কী কারণে সাকিবের রেস্টুরেন্টটি বন্ধ হতে যাচ্ছে সে ব্যাপারে কিছুই জানায়নি কর্তৃপক্ষ।
সাকিবের এই সেভেন্টি ফাইভ রেস্টুরেন্টটি শুরুর দিকে মিরপুরে ছিল। পরে ২০২০ সালে এটির একটি শাখা করা হয় ধানমণ্ডিতে। বিভিন্ন সময় রেস্টুরেন্টের প্রচারণায় দেখা গেছে সাকিবকে। সাকিবের এই রেস্টুরেন্টকে ঘিরে কিছু সমালোচনাও রয়েছে। চলতি বছরে এই রেস্টুরেন্টের বিরুদ্ধে ভ্যাট ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল। পরবর্তীতে অবশ্য সেই সমস্যার সমাধানও হয়েছিল।
দেশের শেয়ারবাজার, বিদ্যুৎকেন্দ্র, প্রসাধনী, ট্রাভেল এজেন্সি, হোটেল, ইভেন্ট ম্যানেজমেন্ট, কাঁকড়া ও কুঁচের খামারসহ বিভিন্ন খাতে বিনিয়োগ রয়েছে সাকিবের। দেশের বাইরে যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ বিভিন্ন দেশে বড় অংকের বিনিয়োগ রয়েছে এই ক্রিকেটারের।