অনুশীলনে নেই হাথুরুসিংহে, হঠাৎ কী হলো কোচের?
টানা তিন ম্যাচে হার। অবস্থান টেবিলের ছয় নম্বরে। হাতে থাকা বাকি পাঁচ ম্যাচের প্রতিটিই প্রায় নকআউটের মতো। অর্থাৎ, পরের ধাপে যেতে হলে জয় ছাড়া বিকল্প নেই। এমন পরিস্থিতিতে বাংলাদেশের পরবর্তী পরীক্ষা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ম্যাচটির আগে মুম্বাইতে আজ রোববার (২২ অক্টোবর) প্রথম অনুশীলনে নেমেছে বাংলাদেশ দল। কিন্তু প্রথম দিনের অনুশীলনে দেখা মেলেনি প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের।
প্রথম দিনের অনুশীলনে টেকনিক্যাল পরামর্শক শ্রীরাম ও সহকারী কোচ নিক পোথাসকে নিয়েই অনুশীলন করেছেন সাকিব-তাওহিদরা। শুরুর দিকে প্রধান কোচ হাথুরুসিংয়ের উপস্থিত না থাকার ব্যাপারে জানতে না পারলেও পরে খোঁজ নিয়ে জানা যায়, তিনি অসুস্থ। মুম্বাইয়ে এসে ডিহাইড্রেশনে ভুগছেন কোচ। আজ টিম হোটেল থেকে বের হননি তিনি।
প্রধান কোচকে ছাড়াও প্রথম দিনের অনুশীলনে লম্বা সময় ছিল বাংলাদেশ দল। অনুশীলনে সময় ২টায় দেওয়া হলেও বাংলাদেশ দল প্রায় এক ঘণ্টা আগেই হাজির হয় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। নেটে লম্বা সময় কাটিয়েছেন লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তামিমরা। এ ছাড়া রানিংইয়েও সময় দিয়েছেন ক্রিকেটাররা।
মূলত, মুম্বাইয়ের তাপমাত্রা ও কন্ডিশনের সঙ্গে মিলিয়ে নিতেই অনুশীলনে এত সময় দেওয়া। মুম্বাইয়ের তপ্ত গরমে মাঠে নিজেদের লম্বা সময় তাতিয়ে নেন ক্রিকেটাররা।
স্বস্তির খবর হলো, অনুশীলনে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসানও। ওয়ার্মআপ থেকে শুরু করে ব্যাটিং দুটোইতে নিজেকে তাতিয়ে নিয়েছেন বাঁহাতি এ অলরাউন্ডার। শুরুতে ওয়ার্মআপে বেশ সাবলীল ছিলেন সাকিব। ফুটবল খেলাতেও ছিলেন ফুরফুরে মেজাজে। তবে, অনুশীলনে নামতে কিছুটা দেরি করেন।
শুরুতে নেটে নিজেদের ঝালিয়ে নেন তানজিদ তামিম-লিটন দাসরা। দুই ওপেনারকে বড় শট খেলতেও দেখা যায়। আরেক নেটে ছিলেন শান্ত। দুপুর ২টার পর অনুশীলনে নামেন সাকিব। কিছুক্ষণ থ্রোয়ারে হাত ঝালিয়ে স্পিন মোকাবিলা করেন সাকিব। সব মিলিয়ে আধা ঘণ্টার মতো কাটান নেটে। এরপর কিছুক্ষণ বিরতি নিয়ে আবারও নেটে ফেরেন। মাঝে দুষ্টুমিতে মাতেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। সবমিলিয়ে সাকিবকে বেশ ফুরফুরে মেজাজেই দেখা যায়।