তামিমের পজিশন নিয়ে প্রশ্নে সাকিবের জবাব—জানি না
বিশ্বকাপের আগ মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে বড় আলোচনার নাম ছিলেন তামিম ইকবাল। বিশ্বকাপ স্কোয়ার্ডে তার না থাকাকে কেন্দ্র করে আলোচনা কম হয়নি। এ ব্যাপারে পরোক্ষভাবে সাকিব আল হাসানকে দুষছিলেন অনেকেই। এই ইস্যুতে কম কথা শুনতে হয়নি সাকিবকে। অবশেষে নিজের অবস্থান স্পষ্ট করলেন বাংলাদেশ অধিনায়ক। জানালেন, তামিমের পজিশন নিয়ে ওঠা বিতর্ক নিয়ে কিছুই জানেননা তিনি।
বিশ্বকাপে আজই প্রথম ক্যামেরার সামনে ধরা দেন সাকিব। সংবাদমাধ্যমে এসে হাসিমুখেই দিচ্ছিলেন সব প্রশ্নের উত্তর। হঠাৎ এর মাঝে উঠে আসে তামিমের প্রসঙ্গ। মূলত দল ঘোষণার পর তামিম জানিয়েছিলেন, তাকে ওপেনিং থেকে পরের দিকে নাকি ব্যাট করার কথা বলা হয়েছিল। এ ইস্যুতে সাকিবকে ধুয়ে দিয়েছিলেন অনেকেই।
সবার ধারণা ছিল হয়ত, পরিকল্পনাটি ছিল সাকিবের। কিন্তু সাকিবের সোজা সাপ্টা উত্তর, ‘এ ব্যাপারে (তামিমের পজিশন ইস্যুতে) কী বলব? আন্সার কী দিব? আমি বলেছিলাম কিনা? না এটা আমি বলিনি এবং আমি জানি না।’
দল ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তামিম বলেছিলেন, ‘আমাকে বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করলেন। উনি বেশ ইনভলভড আমাদের ক্রিকেটে। আমাকে হঠাৎ করে ফোন করে বললেন, “তুমি তো বিশ্বকাপে যাবা, তোমাকে তো ম্যানেজ করে খেলতে হবে। তুমি এক কাজ করো। তুমি প্রথম ম্যাচ খেলো না আফগানিস্তানের সঙ্গে।” আমি বললাম, ভাই, এটা এখনো ১২-১৩ দিনের কথা। আমি তো এর মধ্যে ভালো কন্ডিশনে থাকব। কী কারণে খেলব না? তখন বললেন, “আচ্ছা তুমি যদি খেলোও, আমরা এমন একটা পরিকল্পনা করছি, তুমি যদি খেলোও, তাহলে নিচে ব্যাট করাব।”’
তামিমের এমন বক্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কেই সেই বোর্ড কর্মকর্তা? তামিম ওই ব্যক্তির নাম না বললেও পরিচয় দিতে গিয়ে বলেছেন, তিনি ‘বোর্ডের টপ লেভেল’–এর কেউ এবং ‘উনি বেশ ইনভলভড আমাদের ক্রিকেটে। তবে, ওই কর্তার নাম না জানা গেলেও পরিকল্পনাটি সাকিবের বলেই ধরে নেন অনেকেই। অবশেষে সাকিব নিজেই বললেন—ব্যাপারটি নিয়ে জানতেন না তিনি।